ইসলামের বিকৃতিতে প্রাচ্যবাদীরা তৎপর
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়েছে ‘ইসলাম বিকৃতিতে প্রাচ্যবাদের কৌশল: আমাদের করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার। গত ১৬ মে অনুষ্ঠিত এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কুরানিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ-এর প্রফেসর ড. মুহাম্মদ রশীদ জাহেদ। QSIS বিভাগের চেয়ারম্যান ড. হারুনুর রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
প্রধান আলোচক হিসেবে উপস্থাপিত প্রবন্ধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন, ড. বিএম মুফিজুর রহমান এবং ড. শফিকুর রহমান আজহারী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিভাগীয় শিক্ষক মেসবাহুদ্দীন মাদানী।
প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, এই বিভাগের শিক্ষার্থীদের জ্ঞান ও প্রজ্ঞায় পারদর্শী হতে হবে। ঘৃণা ও বিদ্বেষ মানুষকে মহৎ করে না, বরং অন্ধকারে ঠেলে দেয়। জ্ঞান মানুষকে আলোকিত করে এবং অর্থবহ জীবনের সন্ধান দেয়।
নিবন্ধকার প্রফেসর ড. মুহাম্মদ রশীদ জাহেদ বলেন, কিছু ব্যতিক্রম ছাড়া প্রাচ্যবাদীরা একজোট হয়ে মুসলমান, সীরতে রসুল, ইসলামি কৃষ্টি, ঐতিহ্য ও ইতিহাসে বিকৃতি ঘটিয়ে ইসলামের চেহারাকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়েছেন। এর মুকাবিলায় মুসলমান স্কলারদের নতুন কর্মকৌশল গ্রহণ করতে হবে। ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তুলনামূলক ধর্মতত্ত্বের চর্চা ব্যাপক করতে বিশেষজ্ঞ আলিম তৈরি করতে হবে, যাতে জ্ঞান গবেষণায় প্রাচ্যবাদীদের মুখাপেক্ষী হতে না হয়। উম্মাহর ঐক্যের চেতনা জাগ্রত করতে হবে। বিভেদ সত্ত্বেও মুসলমানদের একে অপরের কাছে আসতে হবে। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।
শিল্পোদ্যোক্তা আলহাজ্জ সাইফুর আলম মাসুদ সাহেবের জামিয়া প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ
দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার এস আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব আলহাজ্জ মোহাম্মদ সাইফুল আলম মাসুদ সাহেব আল-জামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
গত (৬ জুন’২৩) জামিয়া পটিয়ার দফতরে ইহতেমামে এ সৌজন্যসাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী ব্যংকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আহসানুল আলম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বেলাল আহমদ। এসময়ে তাঁরা জামিয়ার ক্যাম্পাস ঘুরে দেখেন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে তাঁদের মুগ্ধতা প্রকাশ করেন এবং আজীবন এই জামিয়ার সাথে থাকার আশ্বাস দেন।
এছাড়া জামিয়া ইসলামিয়া পটিয়ায় পরিদর্শনে আসেন বাংলাদেশ সফররত আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্যবিভাগের প্রফেসর ড. সানাউল্লাহ নদভী। তাঁর সাথে সফরঙ্গী ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাদীস ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান জনাব ড. নাজমুল হক নদভী। ড. সানাউল্লাহ নদভী জামিয়ার পরিদর্শনবইয়ে তাঁর এ সফরের মুগ্ধতা তুলে ধরে মন্তব্যে ইলমি ও ফিকরি অঙ্গনে জামিয়ার ভূমিকার ভূয়শী প্রশংসা করেছেন।