আত্মহত্যা
সৈয়দ সিরাজুল ইসলাম
মানুষের চেয়ে বড় কেহ নয় সবার ঊর্ধ্বে মানুষ
হ্যাঁ থাকে যদি মানবতা, হয় উন্নত মহান থাকে যদি হুশ।
চোর ডাকাত ধর্ষক খুনি হলে, মদ গাজা ভাং নেশাখোর হলে
সে তো মানুষ নয়, পশু-জানোয়ার কে তাকে মানুষ বলে?
হত্যা-খুনের চেয়ে বড় পাপ নেই, এটি যে মহা অপরাধ
হে বিশ্ববাসী এমন পাপীকে আগ্নি সাগরের অতলে কষে বাধ।
একজন মানুষকে যে হত্যা করে, তার যে আকাশ ছোঁয়া পাপ
সে যেন সমস্ত পৃথিবীর মানুষের হত্যাকারী পাবেনা কখনো মাপ।
হায়রে! মূর্খ জানোয়ার নরকী পাপিষ্ঠ আত্মঘাতি খুনী
হৃদয় সাগরে এত কি আগুন, যে দুঃখে জীবন বলী দিলি শুনি?
হায়রে! পামর নরপশু, বেঁচে গেলি কি নিজেকে খুন করে
তোর দুঃখের শেষ নেই কভু দুঃখের সাগরে জ্বলবি জনম ভরে।
তাই তো আত্মঘাতি-খুনি পৃথিবীর সমগ্র মানুষের হত্যাকারী
কোন্ আনন্দ উল্লাসের ব্যর্থ কামনায় হায় দিলি এ সাগর পাড়ি?
হায়রে! ছাত্র-ছাত্রী, প্রেমিক-প্রেমিকা স্বামী-স্ত্রী কী ছিল ধর্ম তোদের
কী শিক্ষা দিয়ে গেলি হায়! কলঙ্ক আকিলি তোদের জীবনের।
হে বনী আদম- মানবজাতি মহাসত্যের মূল উৎস কী শোন্
আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের বীজ তোদের হৃদয় ভূমিতে বোন।
হে কলঙ্কিনী অভিশপ্ত দুরাচার এখনও আত্মহননের পথ খুঁজেছে যারা
অনন্ত কালের মহা দুঃখ থেকে বাঁচার তরে ফিরে আয় তোরা।
মানুষের জীবনের ভালো মন্দের বিচার হবেই যে একদিন
পবিত্র আত্মার অধিকারী হলে অবিশ্যি বেঁচে যাবে সেই দিন।
নাফরমান পাপিষ্ঠ হলে জ্বলবি চির দিন জাহান্নামের লেলিহানে
আল্লাহর আশেক হলে থাকবি চিরদিন জান্নাতের ফুল কাননে।
মাহমুদুল হাসান নিজামীর কবিতা
খাওয়া
খাওয়ার তরে বাচেনাতো
বাঁচার তরে খায়,
এক প্লেট তিনে খেলে
কোন ক্ষতি নাই ।
অতি খেলে ক্ষতি হয়
ভরা পেটে ঝুঁকি রয়।
অর্ধ পেট খালি রেখে
অর্ধতে খাওয়া,
অসুখের বালাই থেকে
সদা রক্ষা পাওয়া।
পরের চর্চায় যেজন রয়
অন্যের দোষটা খুঁজতে গিয়ে
দামী সময় অপচয়
নিজের কাজটা ফেলে রেখে
পরনিন্দায় সময় ক্ষয়।
বলতে পারো ওরে মনু
বোকা কারে কয়?
নিজের সময় নষ্ট করে
পরের চর্চায় লেগে রয়।
বাবা-মার উৎসব
আবদুল হাই ইদ্রিছী
থাকতে বাবা পায়নি খাবার
মরছে অনাহারে,
মরার পরে শিরনি করে
গরু জবাই করে।
মুন্সি দিয়ে বাবার কবর
জিয়ারত করায়,
ভাড়া করে মোল্লা দিয়ে
কুরআনটা পড়ায়।
উৎসব বসায় প্রতি বছর
তাদের মৃত্যু দিন,
শোধ করিতে চায় এভাবে
বাবা মায়ের ঋণ।
লোক দেখানোর বাবা প্রীতি
ছেয়েছে সমাজ,
বিবেক বুদ্ধির ওপর তাদের
পড়ছে যেন বাজ।
সু-সন্তানের কাজ নয় এসব
ইসলামে নেই স্থান,
বাবা-মাকে বাসবো ভালো
উজাড় করে প্রাণ।
শিশুরা নিষ্পাপ
মিজানুর রহমান
শিশুরা থাকে খুব
কোমলমতি
ইচ্ছায় কারও কোন
করে না ক্ষতি।
শিশুদের দেহমন
হয় নিষ্পাপ
রাখে নাকো হিংসা
করে দেয় মাফ।
শিশুরা দুনিয়ার
শ্রেষ্ঠ ফুল
ওদের জীবনে কোন
নেই তো ভুল।