একজন বিশ্ববরেণ্য মুহাদ্দিসের চির বিদায়!
মুহাম্মদ ইসমাইল বুখারী
আরব বিশ্বের একজন বিখ্যাত হানাফী মুহাদ্দিস, প্রখ্যাত হাদীস পরিভাষা শাস্ত্রবিদ ও ফকীহ ড. আবু হাফস মাহমুদ আত-তাহহান আল-হলবী আন-নাঈমী (রহ.) বিগত ২৪ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) সকালে মহান আল্লাহর সান্নিধ্যে গমন করেছেন। তিনি মিসরের আল-মাহরূসা শহরে ইন্তেকাল করেন! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি উসুলে হাদীসের বিখ্যাত ও পাঠকনন্দিত কিতাব তায়সীরু মুস্তালাহিল হাদীসসহ হাদীস ও উসুলে হাদীসের এক ডজনেরও বেশি মূল্যবান কিতাবের রচয়িতা।
জন্ম: শায়খ মাহমুদ আত-তাহহান সিরিয়ার হলব প্রদেশের আলবাব নামক শহরে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। সেখান থেকে মানবিজ শহরে স্থানান্তরিত হন। পরে আবারো হলবে ফিরে আসেন। তাঁর পিতার নাম আলহাজ আহমদ ইবনে মাহমুদ আত-তাহহান (রহ.)।
শিক্ষাদীক্ষা: মাহমুদ আত-তাহহান প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা হলব ও মানবিজ শহরে অর্জন করেন। ১৯৪৬-১৯৪৯ এ চার বছর তিনি মানবিজের প্রধান মুফতির নিকট অধ্যয়ন করেন। এরপর হলবের খুসরুবিয়া মাদরাসায় ভর্তি হন। ১৯৫০-১৯৫৪ সাল পর্যন্ত তিনি এখানে পড়াশোনা করেন। এ সময় তিনি শায়খ মুহাম্মদ নজীব খিয়াতার নিকট দুই বছরে পবিত্র কুরআন মাজীদের হিফজ সম্পন্ন করেন। তারপর ১৯৫৬ সালে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখানে তিনি ১৯৬০ সাল পর্যন্ত পড়াশোনা করেন।
ইমামতি: ইলমে হাদীসের এ মহাপণ্ডিত জন্মভূমি হলব ও মাববজ শহরের বিভিন্ন মসজিদে ইমামতি ও খেতাবতের দায়িত্ব পালন করেন।
উচ্চশিক্ষা: ইলমে হাদীসে অপরিসীম পাণ্ডিত্যের অধিকারী এ মেধাবী ও বর্ষীয়ান আলেম মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। আর বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে খতীবে বাগদাদী ও ইলমে হাদীসে তাঁর অবদান এ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপনা: পড়াশোনা শেষ করার পর শায়খ মাহমুদ বিন আহমাদ একে একে মদীনা ইসলামি ইউনিভার্সিটি, ইমাম ইবনে সাঊদ ইউনিভার্সিটি ও কুয়েত বিশ্ববিদ্যালয়ে হাদীসের অধ্যাপনা করেন অত্যন্ত কৃতিত্বের সাথে।
ড. মাহমুদ আত-তাহহান ছিলেন সমকালীন বিশ্বের একজন খ্যাতনামা মুহাদ্দিস, নামকরা হাদীস ও উসুলে হাদীস বিশারদ।
নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাদীসের অধ্যাপনার পাশাপাশি এ বরেণ্য মুহাদ্দিস বেশকিছু কালজয়ী গ্রন্থ রচনা করেছেন। তাঁর রচিত কিতাবসমূহ ইলমী মহলে প্রভূত সমাদর লাভ করেছে। নিম্নে শায়খের কিছু কিতাবের নাম পত্রস্থ করা হলো:
- তায়সীরু মুস্তালাহিল হাদীস,
- উসূলুত তাখরীজ ওয়া দিরাসাতুল আসানীদ,
- মু’জামুল মুস্তালাহাতিল হাদীসিয়া,
- ইনায়াতুল মুহাদ্দিসীন বি-মাতনিল হাদীস কা-ইনায়াতিহিম বিল-আসানীদ,
- মাফহূমুত তাজদীদ বাইনাস সুন্নাতিন নববিয়া ওয়া আদইয়ায়িত তাজদীদ,
- আল-জামি লি-আখলাকির রাবী ওয়া আদাবিস সামি (তাহকীক),
- আল-মু’জামুল আওসাত লিত-তাবারানী (তাহকীক),
- আল-খতীবুল বাগদাদী,
- বাহাস ফিররাদ আলাদ দাকতূর হাসান তুরাবী প্রভৃতি।
বায়তুল্লাহর জিয়ারত: শায়খ মাহমুদ আত-তাহহান জীবনকালে ১৪ বার বায়তুল্লাহর হজব্রত পালন করেন। পাশাপাশি প্রায় ৩০ বার উমরা আদায় করেন।
সহপাঠী: শায়খের সহপাঠীর তালিকায় আছেন ড. মাবাদ আবদুল করীম, ড. মোল্লা খাতিরের মতো বিশ্ববিখ্যাত মনীষীগণ।
উপসংহার: বিখ্যাত এ মনীষীর অসামান্য জনপ্রিয় মুস্তালাহুল হাদীস কিতাবের অধমের কৃত দুটি অনুবাদ একটি প্রকাশনী বের করেছে। একটি শুধু বঙ্গানুবাদ। অপরটি ইবারত ও অনুশীলনীসহ বাংলা অনুবাদ।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে মাফ করুন। জান্নাতবাসী করুন। তাঁর কিতাবের সঙ্গে সম্পৃক্ত থাকার উসিলায় আমাদেরও ক্ষমা করুন।