জামেয়া ওয়েবসাইট

বৃহস্পতিবার-২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি-৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

একজন বিশ্ববরেণ্য মুহাদ্দিসের চির বিদায়! মুহাম্মদ ইসমাইল বুখারী

একজন বিশ্ববরেণ্য মুহাদ্দিসের চির বিদায়!

মুহাম্মদ ইসমাইল বুখারী

আরব বিশ্বের একজন বিখ্যাত হানাফী মুহাদ্দিস, প্রখ্যাত হাদীস পরিভাষা শাস্ত্রবিদ ও ফকীহ ড. আবু হাফস মাহমুদ আত-তাহহান আল-হলবী আন-নাঈমী (রহ.) বিগত ২৪ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) সকালে মহান আল্লাহর সান্নিধ্যে গমন করেছেন। তিনি মিসরের আল-মাহরূসা শহরে ইন্তেকাল করেন! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি উসুলে হাদীসের বিখ্যাত ও পাঠকনন্দিত কিতাব তায়সীরু মুস্তালাহিল হাদীসসহ হাদীস ও উসুলে হাদীসের এক ডজনেরও বেশি মূল্যবান কিতাবের রচয়িতা।

জন্ম: শায়খ মাহমুদ আত-তাহহান সিরিয়ার হলব প্রদেশের আলবাব নামক শহরে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। সেখান থেকে মানবিজ শহরে স্থানান্তরিত হন। পরে আবারো হলবে ফিরে আসেন। তাঁর পিতার নাম আলহাজ আহমদ ইবনে মাহমুদ আত-তাহহান (রহ.)।

শিক্ষাদীক্ষা: মাহমুদ আত-তাহহান প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা হলব ও মানবিজ শহরে অর্জন করেন। ১৯৪৬-১৯৪৯ এ চার বছর তিনি মানবিজের প্রধান মুফতির নিকট অধ্যয়ন করেন। এরপর হলবের খুসরুবিয়া মাদরাসায় ভর্তি হন। ১৯৫০-১৯৫৪ সাল পর্যন্ত তিনি এখানে পড়াশোনা করেন। এ সময় তিনি শায়খ মুহাম্মদ নজীব খিয়াতার নিকট দুই বছরে পবিত্র কুরআন মাজীদের হিফজ সম্পন্ন করেন। তারপর ১৯৫৬ সালে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখানে তিনি ১৯৬০ সাল পর্যন্ত পড়াশোনা করেন।

ইমামতি: ইলমে হাদীসের এ মহাপণ্ডিত জন্মভূমি হলব ও মাববজ শহরের বিভিন্ন মসজিদে ইমামতি ও খেতাবতের দায়িত্ব পালন করেন।

উচ্চশিক্ষা: ইলমে হাদীসে অপরিসীম পাণ্ডিত্যের অধিকারী এ মেধাবী ও বর্ষীয়ান আলেম মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। আর বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে খতীবে বাগদাদী ও ইলমে হাদীসে তাঁর অবদান এ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপনা: পড়াশোনা শেষ করার পর শায়খ মাহমুদ বিন আহমাদ একে একে মদীনা ইসলামি ইউনিভার্সিটি, ইমাম ইবনে সাঊদ ইউনিভার্সিটি ও কুয়েত বিশ্ববিদ্যালয়ে হাদীসের অধ্যাপনা করেন অত্যন্ত কৃতিত্বের সাথে।

ড. মাহমুদ আত-তাহহান ছিলেন সমকালীন বিশ্বের একজন খ্যাতনামা মুহাদ্দিস, নামকরা হাদীস ও উসুলে হাদীস বিশারদ।

নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাদীসের অধ্যাপনার পাশাপাশি এ বরেণ্য মুহাদ্দিস বেশকিছু কালজয়ী গ্রন্থ রচনা করেছেন। তাঁর রচিত কিতাবসমূহ ইলমী মহলে প্রভূত সমাদর লাভ করেছে। নিম্নে শায়খের কিছু কিতাবের নাম পত্রস্থ করা হলো:

  1. তায়সীরু মুস্তালাহিল হাদীস,
  2. উসূলুত তাখরীজ ওয়া দিরাসাতুল আসানীদ,
  3. মু’জামুল মুস্তালাহাতিল হাদীসিয়া,
  4. ইনায়াতুল মুহাদ্দিসীন বি-মাতনিল হাদীস কা-ইনায়াতিহিম বিল-আসানীদ,
  5. মাফহূমুত তাজদীদ বাইনাস সুন্নাতিন নববিয়া ওয়া আদইয়ায়িত তাজদীদ,
  6. আল-জামি লি-আখলাকির রাবী ওয়া আদাবিস সামি (তাহকীক),
  7. আল-মু’জামুল আওসাত লিত-তাবারানী (তাহকীক),
  8. আল-খতীবুল বাগদাদী,
  9. বাহাস ফিররাদ আলাদ দাকতূর হাসান তুরাবী প্রভৃতি।

বায়তুল্লাহর জিয়ারত: শায়খ মাহমুদ আত-তাহহান জীবনকালে ১৪ বার বায়তুল্লাহর হজব্রত পালন করেন। পাশাপাশি প্রায় ৩০ বার উমরা আদায় করেন।

সহপাঠী: শায়খের সহপাঠীর তালিকায় আছেন ড. মাবাদ আবদুল করীম, ড. মোল্লা খাতিরের মতো বিশ্ববিখ্যাত মনীষীগণ।

উপসংহার: বিখ্যাত এ মনীষীর অসামান্য জনপ্রিয় মুস্তালাহুল হাদীস কিতাবের অধমের কৃত দুটি অনুবাদ একটি প্রকাশনী বের করেছে। একটি শুধু বঙ্গানুবাদ। অপরটি ইবারত ও অনুশীলনীসহ বাংলা অনুবাদ।

আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে মাফ করুন। জান্নাতবাসী করুন। তাঁর কিতাবের সঙ্গে সম্পৃক্ত থাকার উসিলায় আমাদেরও ক্ষমা করুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ