ফাহমিদা ফারিয়া
সময়ের মূল্য নিয়ে উক্তি করেননি এমন মনীষী অথবা গুণীজন পাওয়া কষ্ট। সময়ের মূল্য না বুঝলে কোনও কিছুতেই সফল হওয়া যায় না।
আপনি যদি একজন ভালো ছাত্র হতে চান, আপনাকে সময়ের মূল্য দিতে হবে। চাকরিতে বা ব্যবসায়ে সফল হতে চাইলেও সময়ের মূল্য দেওয়ার বিকল্প নেই। সময়ের পড়া সময়ে করা, সময়ের কাজ সময়ে করা ছাত্র বা কর্মজীবনে সফল হওয়ার সবচেয়ে বড় শর্ত।
আজ পর্যন্ত পৃথিবীতে যত সফল মানুষ জন্মেছেন, তাঁরা সবাই সময়ের মূল্য দেওয়ার ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। কোন কাজটি কোন সময়ে করবেন তা তাঁরা আগেই ঠিক করে রাখেন, এবং সময়মতই কাজ করেন।
আজ আপনার সামনে সময়ের মূল্য নিয়ে উক্তি গুলো তুলে ধরব, যাতে আপনি সেই সফল মানুষদের সময়ের মূল্য নিয়ে ভাবনা গুলো জানতে পারেন। এবং সময়ের মূল্য কিভাবে দেবেন সেই ব্যাপারে ধারণা ও উৎসাহ পান।
এ পৃথিবীতে মানুষের আয়ুষ্কাল খুবই সামান্য। এই সামান্য মুহূর্তকে যারা ভালোভাবে কাজে লাগায় তারাই কেবল শ্রেষ্ঠ মানুষ। তারা সহজেই জীবনে সফলতা লাভ করতে পারে। আর যারা হেলায় সময় অতিবাহিত করে তাদের জন্য অপেক্ষা করে দুঃখ। তাদের জীবনে নেমে আসে অন্ধকার।
কবি সুইনবার্গ বলেন, Life is a vision of a watch between a sleep and sleep অর্থাৎ দুই প্রান্তেই ঘুম, ঘুমের মতো অন্ধকার, মাঝে একটু বেঁচে থাকাই হলো জীবন।
বাংলার লোক কবিদের কণ্ঠেও উচ্চারিত হয়েছে এরকমই উক্তি, ‘এপার গঙ্গা ওপার গঙ্গা, মাঝখানে চর’ অর্থাৎ এপারে জন্ম ওপারে মৃত্যু মাঝখানে সীমাবদ্ধ জীবন। জীবনের এই সীমাবদ্ধতার জন্যই সময় এত বেশি মূল্যবান।
জনৈক ইংরেজি কবি বলেন, Time and tide wait for none অর্থাৎ সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না।’
বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের দিকে তাকালে দেখা যায় তারা কেউই সময়ের মূল্য সম্পর্কে উদাসীন ছিলেন না। তাদের জীবনের প্রতিটি মুহূর্তই ছিল কর্মচঞ্চল ও কর্মবহুল।
সময়ের মূল্য সম্পর্কে অবগত থাকাই হলো সময়ানুবর্তিতা। তাই প্রত্যেকের উচিত সময়ানুবর্তিতা মেনে জীবন পরিচালনা করা।
এদিকে বিদায় হজের ভাষণে হযরত মোহাম্মদ (সা.) বলেন, ‘হে মানুষ! প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে। অতএব সাবধান হও।’ অর্থাৎ মানুষ কিভাবে তাদের জীবন পরিচালনা করেছে তার হিসাব দিতে হবে।
অপরদিকে পবিত্র বাইবেলে বলা হয়েছে যে, ‘আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, বিছানায় আর একটু গড়াগড়ি। এসব কিছু দরিদ্র ও অভাব দস্যুর মত তোমার অন্তরে হানা দেবে।’ (হিতোপদেশ ২৪: ৩৩ ও ৩৪)
ভগবত গীতায় বলা হয়েছে, ‘মানুষের অধিকার শুধু কর্মে। ফলে তার অধিকার নাই। কাজ কর। নিজেকে কর্মফলের ধারক মনে করো না। আবার নিজেকে নিষ্ক্রিয় হয়ে যেতে দিও না।’ (সংখ্যা যোগ: ৩৭:৩৮)
তিরমিযী শরীফে বলা আছে, শেষ বিচারের দিনে মানুষকে পাঁচটি বিষয়ের হিসেব দিতে হবে।
- সময় কীভাবে ব্যয় করেছে?
- মানসিক ও দৈহিক শক্তি কীভাবে ব্যয় করেছে?
- সম্পদ কীভাবে অর্জন করেছে?
- কীভাবে সম্পদ ব্যয় করেছে?
- যা সত্য বলে জেনেছে, তা কতটুকু অনুসরণ করেছে।
হযরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ৫টি অবস্থানে জীবনে অতীব মূল্যবান মনে কর। যথা-
- বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে।
- রোগে আক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে।
- দারিদ্রতা আসার পূর্বে স্বচ্ছলতাকে।
- ব্যস্ততার পূর্বে অবসরকে।
- মৃত্যুর পূর্বে জীবনকে।
এ থেকে বোঝা যায় জীবনের সবক্ষেত্রেই সময়ের মূল্য দিতে হবে।
সময়ের কাজ সময়ে করা বা সময়কে মূল্য দেওয়া নিয়ে পবিত্র কুরআন ও হাদীস শরীফের বিভিন্ন স্থানে সতর্ক করা হয়েছে।
সূরা আল-আসরে বলা হয়েছে, ‘সময়ের শপথ। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্য ও ধৈর্য ধরার উপদেশ দেয়।’
বিশিষ্ট সুফি সাধক শামস তাবরিযী বলেন, অনেকদিন এ সূরার মর্মবাণী উপলব্ধি করার চেষ্টা করছিলাম। একদিন বাজারে শুনতে পেলাম একজনের চিৎকার। তিনি বলছেন, হে লোক সকল আমার মূলধন পানি হয়ে যাচ্ছে। সামনে গিয়ে দেখি তিনি একজন বরফ ব্যবসায়ী। অর্থাৎ তার বরফ দ্রুত গলে পানি হয়ে যাচ্ছে। এভাবে তার মূলধনও হারিয়ে যাচ্ছে।
আমাদের জীবনে সময়ের মূল্য দিয়ে আল্লাহর নির্দেশিত পথে না চলতে পারলেও সময় কিন্তু শেষ হয়ে যাবে। পরে শত চেষ্টা করেও সময় ফিরে পাওয়া যাবে না।
পৃথিবীর বিখ্যাত, প্রতিষ্ঠিত, কালজয়ী মানুষদের দিকে তাকালে দেখা যায়, তারা কেউই সময়ের অপচয় করেননি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যাকে গণতন্ত্রের প্রবক্তা বলা হয় সেই আব্রাহাম লিংকন থেকে শুরু করে বিশ্ববিখ্যাত সবাই সময়ের ব্যাপারে সচেতন ছিলেন।
আমেরিকার অন্যতম প্রেসিডেন্ট বারাক ওবামা মাত্র ৪৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি মূলত আমেরিকায় এসেছিলেন অভিবাসী হয়ে। যিনি একাধারে অভিবাসী ও নিগ্রোও ছিলেন। আমেরিকানরা যাদেরকে অপছন্দ করেন তাদের সবগুণই তার মধ্যে ছিল। কিন্তু ওবামা তার নিরলস পরিশ্রম ও সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে তারা স্বপ্নকে বাস্তবায়ন করেন।
সময়ের মূল্য নিয়ে ২৫টি অসাধারণ উক্তি:
- ‘যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ।—ব্যালটাজার গার্সিয়ান (১৭ শতকের স্প্যানিশ লেখক ও দার্শনিক)।
- ‘অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনও আসেনি। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো।’—সংগৃহীত
- ‘আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে।’—মারিয়া এজগ্রোথ (বিখ্যাত আইরিশ লেখিকা)
- ‘আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে, এখনকার সময়ও নষ্ট হবে।—মেসন কোলেই (আমেরিকান দার্শনিক)
- ‘সময়ের সত্যিকার মূল্য দাও। প্রতিটি মূহুর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না। যে কাজ আজ করতে পারো, তা কালকের জন্য ফেলে রেখো না।’—ফিলিপ স্ট্যানহোপ (১৮ শতকের ব্রিটিশ লেখক ও রাজনীতিবিদ)
- ‘তুমি যা কিছু খরচ করো, সময়ই তার মধ্যে সবচেয়ে দামী।’—থিওফ্রেসটাস (প্রাচীন গ্রিক দার্শনিক)
- ‘যারা সময়কে ঠিকমত ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে।’—যিন ডে লা বরুয়ের (১৭ শতকের ফ্রেঞ্চ দার্শনিক)
- ‘আমার সময় নেই, হল ‘আমি করতে চাই না’ কথাটা একটু ঘুরিয়ে বলা।’—লাও ঝু (প্রাচীন চায়না লেখক ও দার্শনিক)
- ‘ভবিষ্যতে যাওয়ার গতি হল প্রতি ঘণ্টায় ৬০ মিনিট। কেউ কারও আগে বা পরে যাবে না। কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে; কেউ খারাপ থাকবে। সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে, তার ভবিষ্যৎও তেমন হবে।’—সংগৃহীত
- ‘সময় আসবে, আবার চলে যাবে। কিন্তু যখন সে থাকবে, তখন তার কাছ থেকে তুমি যা চাইবে, তাই পাবে।’—সংগৃহীত
- ‘সময় = জীবন। তাই, সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে।’—অ্যালান লাকেইন (বেস্ট সেলিং How to Get Control of Your Time and Your Life-এর লেখক)
- ‘বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত।’—হেনরি ফোর্ড (ফোর্ড মোটরসের প্রতিষ্ঠাতা)
- ‘সাধারণ মানুষ ‘সময় কাটানোর’ চেষ্টা করে। অসাধারণ মানুষ সময়কে ‘কাজে লাগানোর’ চেষ্টা করে।’—সংগৃহীত
- ‘যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব। কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে, তাকে সুন্দর করতে পারো।’—অ্যাশলি ওরমোন (বেস্ট সেলিং লেখিকা)
- ‘সময়ের অভাব কোনও সমস্যা নয়। আসল সমস্যা হল সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই ২৪ ঘণ্টার।’—যিক জিগলার (লেখক ও মোটিভেটর)
- ‘অতীতের ভুল নিয়ে আফসোস করো না; তা আর ফিরে আসবে না। তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও, যেন ভবিষ্যতে এর কথা মনে করে আফসোস না করতে হয়।’—সংগৃহীত
- ‘কোনও কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ঠ সময় থাকবে না। যদি কোনওকিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও।’—চার্লস বক্সটন (ব্রিটিশ লেখক)
- ‘দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না। সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো।’—কোকো শ্যানেল (বিশ্বখ্যাত ফ্রেঞ্চ ব্র্যান্ড ‘শ্যানেল’-এর প্রতিষ্ঠাতা)
- ‘সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না। বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়।’—শপেনহ্যাওয়ার (জার্মান দার্শনিক)
- ‘ক্যালেন্ডার দেখে ধোঁকা খেও না। যে দিনগুলোকে তুমি কাজে লাগাও, সেগুলোই শুধু হিসেবে পড়ে। কেউ পুরো এক বছরে মাত্র এক সপ্তাহের কাজ করে। আর কেউবা মাত্র এক সপ্তাহে পুরো এক বছরের সমমূল্যের কাজ করে।’—চার্লস রিচার্ড (বিশ্বখ্যাত ব্রিটিশ ইঞ্জিনিয়ার)
- ‘সময়কে যদি ঠিকমত ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমত ব্যবহার করো, তবে কাজের পরিমান দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে।’—থমাস জেফারসন (৩য় আমেরিকান প্রেসিডেন্ট)
- ‘যে লোক জীবনের একটি ঘণ্টা নষ্ট করার সাহস করে, সে আসলে জীবনের মূল্য এখনও বোঝেনি।’—চার্লস ডারউইন (বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী)
- ‘সব সময়ে ব্যস্ত থাকাই শেষ কথা নয়। পিঁপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে।’—হেনরি ডেভিড থোরেও (আমেরিকান কবি, দার্শনিক, ও ইতিহাসবিদ)
- ‘যদি তোমার সময়ের সত্যিকার সদ্ব্যবহার করতে চাও, তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো। তারপর পুরোটা সময় সেটার পেছনে ব্যয় করো।’—লী লেকোকা (অটোমোবাইল ও ইঞ্জিনিয়ারিং জগতের আইকন)
- ‘এক সময়ে অনেক কাজ করা বোকামী। দুই হাত ব্যবহার করে একসাথে অনেক ফল পানিতে ধুতে গেলে কিছু ফল হাত ফসকে বেরিয়ে যায়।’—প্রাচীন চীনা প্রবাদ
আপনি যদি আর সবকিছু বাদ দিয়ে শুধু সময়ের কাজ সময়ে করার অভ্যাস করেন, তাহলে দেখবেন অন্য সবকিছু এমনিতেই গুছিয়ে যাচ্ছে। আসলে সব সাফল্যের মূল ঘাঁটলে দেখা যাবে, সময়ের মূল্য দেওয়া এবং সময়ের সদ্ব্যবহার একটি বড় অংশ দখল করে আছে।
সময়ের মূল্য বোঝা ও সময়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে সময়ের মূল্য নিয়ে এই উক্তিগুলো যদি আপনাকে সামান্যও অনুপ্রাণিত করে থাকে, তবেই আমাদের প্রচেষ্টা সফল।