জামেয়া ওয়েবসাইট

বৃহস্পতিবার-১২ই শাবান, ১৪৪৬ হিজরি-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি: ফতওয়া ও ইসলামী গবেষণা বিভাগ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

ফতওয়া ও ইসলামী গবেষণা বিভাগ

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

এত দ্বারা ‘ফতওয়া ও ইসলামী গবেষণা বিভাগ’, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম কর্তৃক জানানো যাচ্ছে যে, ১৪৪২-১৪৪৩ হি./২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষে ফতওয়া বিভাগের ভর্তিকার্যক্রম আগামী ৭ শাওয়াল ১৪৪২ হি. থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তাই ভর্তিচ্ছুক তালেবে ইলমদের নিম্নলিখিত নিয়মাবলির প্রতি লক্ষ্য রেখে ভর্তিকার্য সম্পাদন করার আহ্বান করা হচ্ছে।

পরীক্ষার বিষয়

  1. সাক্ষাৎকার: নাহু-সরফ, (আরবি-বাংলা-উর্দু) ভাষাগত যোগ্যতা ও বাহ্যিক জ্ঞান-দক্ষতা যাচাই।
  2. আকীদা-বিশ্বাস, আখলাক-চরিত্র, পোশাক-পরিচ্ছেদ ও চুল-দাড়ি নিরীক্ষা।
  3. লিখিত পরীক্ষা: বুখারী শরীফ, হেদায়া (তৃতীয় খণ্ড), নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ); তিন কিতাব থেকে তিনটি প্রশ্ন থাকবে। প্রথমটির উত্তর আরবি, দ্বিতীয়টির উত্তর বাংলা এবং তৃতীয়টির উত্তর উর্দু ভাষায় লিখতে হবে। প্রশ্নত্রয়ের প্রত্যেকটির সাথে সংশ্লিষ্ট একটি সংক্ষিপ্ত প্রবন্ধের বিষয় দেয়া থাকবে। আরবি, বাংলা ও উর্দু ভাষায় যথাক্রমে প্রত্যেকটি সংক্ষিপ্তাকারে লিখতে হবে।
  4. মৌখিক পরীক্ষা: যেকোনো আরবি ফতওয়ার কিতাব থেকে শুদ্ধভাবে ইবারত পড়ে মাসআলা স্পষ্ট করা।

ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান

  1. ফরম সংগ্রহ ও সাক্ষাৎকার: ৭ শাওয়াল থেকে ৯ শাওয়াল ১৪৪২ হি.
  2. লিখিত পরীক্ষা: ১০ শাওয়াল ১৪৪২ হি., সকাল ৮.০০ টা
  3. মৌখিক পরীক্ষা: ১১ শাওয়াল ১৪৪২ হি., সকাল ৮.০০ টা
  4. ফলাফল ঘোষণা: ১২ শাওয়াল ১৪৪২ হি.
  5. নির্বাচিত ছাত্রদের ভর্তি চূড়ান্ত: ১৩ শাওয়াল ১৪৪২ হি.
  6. ফরম সংগ্রহ ও পরীক্ষার স্থান: জামিয়ার ফতওয়া ও ইসলামী গবেষণা বিভাগ।

শর্তাবলি

  1. দাওরায়ে হাদীস প্রথম বিভাগে পাশ করতে হবে।
  2. প্রচলিত রাজনীতি থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।
  3. চিন্তা, দর্শন ও আমলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হতে হবে।
  4. পূর্বের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে।
  5. ২৪ ঘণ্টা মাদরাসায় থাকা বাধ্যতামূলক। তাই অনাবাসিক ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।
  6. অন্য যেকোনো ধরণের পরীক্ষা বা কোর্সে অংশ গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  7. জামিয়া কর্তৃক প্রণিত আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং বিনা বাক্যব্যয়ে মেনে চলতে হবে।
  8. জামিয়া কর্তৃপক্ষ কর্তৃক ভর্তিযোগ্য বিবেচিত হতে হবে।
  9. ভর্তি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আসন সংখ্যা সীমিত, তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে হবে।

(শিক্ষা পরিচালক)

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ