জামেয়া ওয়েবসাইট

মঙ্গলবার-১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি-১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা/ছড়া

জ্ঞানী

মাহমুদুল হাসান নিজামী

জ্ঞানের প্রাইমারিতে

যেজন করে পদার্পণ,

সবাইকে শেখাতে চায়

নিজকে ভাবে বিজ্ঞজন।

জ্ঞান সিড়ির উচ্চতায়

আরো বেশি শিখতে চায়,

 নিজেকে মনে হবে

জ্ঞান গরিমা শূন্যতায়।

পাঠশালা

আরিফুল ইসলাম সাকিব

খোকা যায় হেঁটে হেঁটে

বই নিয়ে পাঠে,

খুকি ছিল তার পাশে

খোলা এক মাঠে।

দেখে কয় খোকা ভাই

যাও কোথা- বলো,

হাসি মুখে বলে খোকা

পাঠে যাই চলো,

হাতে হাত রেখে তারা

পাঠশালে- যায়,

মন ভরে পাঠ শিখে

প্রাণ খুলে গায়।

মোদের গ্রাম

মু. আবদুল্লাহ বিন নজির

রূপে ভরা ভূমি আর ভরা মন মানুষের,

সেই গাঁয়ে জন্ম মোদের।

ছায়া ঘেরা গাছ-পালা অপরূপ প্রকৃতি,

সহজ সরল মন তাদের।

পরিশ্রমী, বিশ্বাসী আর নির্ভীক মানুষ,

জাগে গাঁয়ের বুকে।

সুখী তারা পরের সুখে আর

ব্যথিত পরের দুঃখে।

খোদার প্রেমে গভীর রাতে

জেগে ওঠে গাঁয়ের মানুষ।

মুওয়াযযিনের আযান শুনে

জেগে ওঠে জ্বেলে ফানুস।

ধনী-গরিব নেই কোন ভেদাভেদ

এক কাতারেই চলে।

সত্য পথে সমস্বরে খোদার পথে

দীনের কথা বলে।

দূর করে দাও

ইমরান নাজির

প্রভু! দিল থেকে দূর

করে দাও মোর লোভ

হিংসা-দাম্ভিকতা,

তাওফিক দাও মোরে

বজায় রাখতে পারি

যেন সবার মাঝে

কোমলত্ব-নম্রতা।

নিজ নেত্রে বানাও মোরে

নিম্ন-অধম ছোট,

অন্যের চোখে বানাও

মোরে উৎকৃষ্ট বড়।

রিষের অনল দহন থেকে

মোরে দাও তুমি পরিত্রাণ,

আদবওয়ালা জিন্দেগি দাও

ওগো প্রভু মহিয়ান।

কথাবার্তায় চালচলনে, অদন

আহার, মোআমালাত বন্ধনে

মোর ইত্তিবায়ে সুন্নাহ

যেন থাকে,

কলুষ কাজে হইনা যেন

লিপ্ত কভু তোমার

বিধি-বিধান রেখে।

মোর বদন-হৃদয় সিক্ত কর

তোমার খাশয়াত আর

ভালবাসাতে।

জুমা মানে

মোহাম্মদ আবদুল্লাহ

জুমা মানে মুসলিম তরে

রহমতের এক দিন

জুমা মানে নেকী করা

অলস সনে-হীন।

জুমা মানে গরিব মনে

হজের স্বরূপ কাল

জুমা মানে সবাই মিলে

এক কাতারের তাল!

জুমা মানে সবার হৃদে

ঈদের মতোন সিন

জুমা মানে স্বজন-সনে

আমোদ ঘেরা চিন।

জুমা মানে সপ্তাহ ঘুরে

একটি ছুটির দিন

জুমা মানে ব্যস্ত শেষে

নতুন খুশির রিন!

কুরআন মানে

মোহাম্মদ আবদুল্লাহ

কুরআন মানে দীনের প্রদীপ

সত্য পথের সঠিক পথিক

কুরআন মানে নীতিকথা

ন্যায়ের সনে আদেষ্টা দিক!

কুরআন মানে আল্লাহর কথন

বান্দার তরে দীনের সাথী

কুরআন মানে নবীর জীবন

আদর্শময় সৌরভ বাতি!

কুরআন মানে জান্নাতের পথ

নরক তরে নিষেধ-বারণ

কুরআন মানে ইহকালে

জীবন সনে বন্ধু-স্বজন।

কুরআন মানে সত্য কথা

সব সমাধানের যন্ত্রের মূল

কুরআন মানে মোদের তরে

মোতি ঘেরা সুবাস ফুল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ