জামিয়ার ভর্তি কার্যক্রম সম্পন্ন পাঠদান শুরু
২৯ আগস্ট’২০ শনিবার থেকে জামিয়ার ১৪৪২ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হয়। এ বছর নুরানি ও হিফজ বিভাগ থেকে শুরু করে দাওরায়ে হাদীস, উলুমে হাদীস, তাফসীর, ইসলামী আইন গবেষণা, আরবি ও বাংলা সাহিত্য, কিরাআত ও শর্টকোর্স বিভাগে প্রায় ৫ হাজার ছাত্র ভর্তি হয়। এদিকে ৯ সেপ্টেম্বর’20 থেকে নতুন শিক্ষাবর্ষের সবক শুরু হয়। প্রথম দিন ইলমে নববীর জন্য মুখিয়ে থাকা ছাত্রদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে অপেক্ষারত ছাত্ররা নতুন বছরের প্রথম দরসে উপস্থিত হতে পেরে প্রাণবন্ত ও উচ্ছ্বাসিত। দরসের সূচনায় উস্তাদগণ ছাত্রদের বিশুদ্ধ নিয়তের একনিষ্ঠতার সঙ্গে ইলম অর্জনের নসিহত করেন।
জামিয়ার উপপরিচালক নিযুক্ত হলেন আল্লামা ওবায়দুল্লাহ হামযা (দা. বা.)
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রাচীন দীনী শিক্ষানিকেতন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার উপপরিচালক নিযুক্ত হলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস, সকল ছাত্র-শিক্ষকের নন্দিত উস্তাদ, বহুভাষার স্বভাবজাত সাহিত্যিক, বিশিষ্ট অর্থনীতিবীদ আল্লামা ওবায়দুল্লাহ হামযা (দা. বা.)। গত ২৪ আগস্ট’২০ (সোমবার) জামিয়ার উচ্চপর্যায়ের নীতি নির্ধারণী এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জামিয়া পটিয়ার মুরব্বিগণ বরাবরই যুগান্তকারী সিদ্ধান্ত নিতে কার্পণ্য করেননি। এ সিদ্ধান্তকে সর্বমহলের মানুষ প্রদ্ধাবনতচিত্তে স্বাগত জানিয়ে নব-নির্বাচিত উপপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযা (দা. বা.)-এর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
তাবলীগী জামাতের বার্ষিক জোড় সম্পন্ন
১৩ সেপ্টেম্বর’20 (রবিবার) জামিয়ার জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এ বছরও তাবলীগী জামাতের বার্ষিক জোড় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন চট্টগ্রাম তাবলীগী জামাতের প্রাণকেন্দ্র লাভলেইন মারকাজের মুরব্বি মাওলানা ইলিয়াছ হুসাইন (দা. বা.)। দাওয়াতের উদ্দ্যেশে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র সফরকারী এ মুরব্বি বলেন, যুগে যুগে ইসলামের ওপর যে ঝড় এসেছে ওলামায়ে কেরামই সর্বাগ্রে তা মুকাবিলা করেছেন। আলেমগণের ক্লান্তিহীন শ্রম, অপ্রতিরুদ্ধ শক্তির কারণে বাতিল শক্তি ইসলাম নিয়ে ছিনিমিনি করতে পারেনি। সাম্প্রতি তাবলীগের ওপর যে তুফান বয়ে গেছে হক্কানী আলেমগণের সম্মিলিত প্রচেষ্টায় তা বেশি দূর এগোতে পারেনি। তিনি আরও বলেন, পথহারা দিক্ভ্রান্ত মানুষ ইসলামের সঠিক দাওয়াত না পেয়ে পঙ্গপালের ন্যায় জাহান্নামে ছুটে যাচ্ছে। এদের ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসতে আলেমগণের দাওয়াতের বিকল্প নেই। পরে ছাত্রদের রমজানে এক ছিল্লা, ফারেগ হওয়ার পর এক সালের জন্য তাশকিল করে প্রধান অতিথির দোয়া ও মুনাজাতের মাধ্যমে বার্ষিক জোড় সমাপ্তি ঘোষণা করা হয়।
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (রহ.)-এর ইন্তেকালে জামিয়া প্রধানের গভীর শোক প্রকাশ
দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দীনী শিক্ষানিকেতন, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও শায়খুল হাদীস, হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর সুযোগ্য খলীফা, আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সম্মানীত চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বনামধন্য আমীর আল্লামা শাহ আহমদ শফি (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জামিয়া পটিয়ার প্রধান পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা মুফতী আবদুল হালীম বোখারী (দা. বা.)। হুযুর বলেন, আল্লামা আহমদ শফী ছিলেন প্রাজ্ঞ হাদীসবিশারদ ও প্রখ্যাত আলেমে দীন। তিনি ছিলেন এদেশের আলেম-ওলামা ও তাওহীদী জনতার যোগ্য অভিভাবক, জ্ঞান-গরীমা ও বুদ্ধি বিবেচনা দিয়ে মুসলমানদের ইমান-আকিদা সংরক্ষণে ছিলেন নিবেদিত প্রাণ। হেফাজতে ইসলামের মাধ্যমে নাস্তিক-মুরতাদ বিরোধী যে আন্দোলন গড়ে তোলেন তা মুসলিম উম্মাহ চিরদিন স্মরণ রাখবে। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন যোগ্য রাহবার হারালো। এ শূন্যতা সত্যিই অপূরণীয়। আল্লাহর দরবারে ফরিয়াদ, যেন তাঁর দীনী খেদমত কবুল করে তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম নসীব করেন। আমীন।
তথ্যসূত্র: আবদুর রহমান বিন ইউনুছ
জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ