আমি একটা পরহেজগার মেয়ে চাই
বর্তমানে পত্রিকায় দেখলাম বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান তিনি বলেছেন আমি একজন পরহেজগার মেয়ে চাই। তাহলে আমি বিয়ে করব। আপনি অবশ্যই আপনার চলচিত্র জগতের অতীত-বর্তমান সকলের সংসারের দিকে নজর দিয়ে শিক্ষা নিয়েছেন ধার্মিক মেয়ে ছাড়া সুখী দাম্পত্য আদৌ সম্ভব নয়। তাছাড়া আপনিতো আপনার চলচিত্র জগতের নায়িকাদের ব্যাপারে ভালই অবগত আছেন। তারা নায়িকা হওয়ার জন্য বিভিন্ন সিড়িঁ উপ-সিড়িঁতে রাত কাটিয়ে নিজের সম্ভ্রম বিলিয়ে দিয়ে তারা নায়িকা হয়েছেন। আপনি দেখেছেন আপনার চলচিত্র জগতের অতীত-বর্তমান কেউ সংসার জীবনে সুখী নয়। অনেকের বিবাহের পরে মাত্র পাক্ষিক বা মাসিক যেতে না যেতেই সংসার ভেঙে ভেস্তে গেছে। আবার কেউ কেউ পাবিবারিক অশান্তি থেকে বাচঁতে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। দাম্পত্য জীবনে শান্তি কিভাবে আসবে আপনি বুঝতে পেরেছেন, এজন্য আপনাকে অসংখ্য মোবারাকবাদ। কিন্তু একটা কথা অত্যন্ত দুঃখের সাথে না বলে পারছি না, আজ দেশে যত বেহায়াপনা, উলঙ্গপনা, জেনা-ধর্ষন, শিশু ধর্ষন, আত্মহত্যা, সংসারের অশান্তি এসবের জন্য মূল দায়ী আপনারা। আজ দেশে ব্যাপক হারে শিশু ধর্ষন বেড়েছে। এই ধর্ষক আপনাদের পাঠশালারই ছাত্র। নায়িকাদের নিয়ে জড়াজড়ি করে যৌবনের সুরসুরি করা অভিনয় করে এদেশের কমলমতি যুবক-যুবতিদের চরিত্র আপনারা ধ্বংসের দার প্রান্তে নিয়ে এসেছেন। এদেশের নিঃস্বার্থ আলেম-ওলামা, পীর-মাশায়েখগণ হাজারো ওয়ায-নসীহত, জুমার খুতুবা, দাওয়াতি মেহনত করেও কাঙ্ক্ষিত হারে এদেশের যুবক-যুবতীদের ধার্মিক বানাতে পারছে না। এজন্য আপনাদের অশ্লীল ফিল্মই এর অন্তরায়। আমাদের দেশের তুলায় ভারতে নায়ক-নায়িকাদের উৎপাত অনেক বেশি। সেখানে নোংরা ফিল্ম বেশি তৈরি হয়। যার কারণে সেখানে দুই বৎসরের শিশু হতে আশি বৎসরের বৃদ্ধা হর-হামেশা ধর্ষিতা হয়। এমনকি কবর খুড়ে নারীর লাশ বের করে পালাক্রমে ধর্ষন করছে। এরা আইয়্যামে জাহিলিয়াতকে হার মানাচ্ছে। আমি একজন নগণ্য ছাত্র হয়ে জোড় দিয়ে বলতে পারি দেশ থেকে যদি অশ্লীল ফিল্ম বন্ধ হয়ে যায়। তাহলে শিশু ধর্ষন বেহায়াপনার মতো অপরাধগুলো ৮০% কমে যাবে। আপনি যে ধার্মিক মেয়ে চেয়েছেন আপানকে আবারো মোবারকবাদ। আপনি বুঝতে পেরেছেন ধার্মিক মেয়ে ছাড়া নায়িকা বা অন্য যে কোন মেয়েকে বিয়ে করলে আপনার জগতের অন্য দাদা বাবুদের যেই দশা হয়েছে আপনারও সেই দশা হবে। আমি নামে মাত্র একজন আলেম হয়ে আপনাকে শতভাগ গ্যারান্টির সাথে বলতে পারি আপনি অবশ্যই একজন পরহেজগার রমনী পাবেন। তার জন্য একটা শর্ত আছে। তা হলো আপনাকে অবশ্যই প্রথমে নিজে পরহেজগার হতে হবে।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, দুশ্চরিত্রা নারীকুল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যে। সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যে। তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্যে আছে, ক্ষমা ও সম্মানজনক জীবিকা। (সূরা আন-নুর: ২৬)
নিজে হযরত আলী (রাযি.)-এর মতো না হয়ে হযরত ফাতিমা (রাযি.)-এর মতো বিবি আশা করা বোকামি। আপনি নিজে পরহেজগার না হয়ে কোনো পরহেজগার মেয়েকে বিয়ে করলে সেই বাস্তব ঘটনার মতো হতে পারে। দুই যুবক-যুবতীর সাথে ঘটনাক্রমে সাক্ষাত হয়, অবশেষে প্রেম থেকে বিয়ে বন্ধনের দিকে একজন আরেকজনকে বলছে তোমার কি পূর্বের কোন বিয়ে ছিল। সে বলল বিয়ে তো দুরের কথা আজ পর্যন্ত কারো সাথে কোন রকম সম্পর্ক হয় নাই। একজন আরেকজনকে মনে করল আমি নির্ভেজাল সঙ্গী পেয়েছি। কিন্তু বিবাহের পর ছেলে দেখল তার স্ত্রীর একটা সন্তান রয়েছে। স্ত্রী দেখল তার স্বামীর একটা ৫ বছরের সন্তান রয়েছে। আপনিও যদি নিজে পরহেজগার না হয়ে অন্য কোন ধার্মিকা মেয়েকে বিয়ে করেন, তাহলে এ ঘটনার মত হতে পারে। আপনি যেমন একজন অবৈধ সন্তানের জনক, আপনার স্ত্রীও হতে পারে একজন অবৈধ সন্তানের জননী। আমি আপনাকে এজন্য অবৈধ জনক বললাম আপনি নিজে বলেছেন, আমি তাকে (অপু বিশ্বাস) বিয়ে করি নাই। কিন্তু সন্তান আমার। এরূপ সন্তানকে ইসলামের ভাষায় জারজ সন্তান বলে। আপনি মিডিয়াতে এ কথাও বলেছেন যে, আমি এমন একটা মেয়ে চাই। আমি বাসায় আসলে আমাকে ঠাণ্ডা পানি এনে দেবে, কপি এনে দেবে ইত্যাদি। তাকে দেখলে যেন আমার মন ভরে যায়। ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছেন। স্ত্রী ঘর ছাড়া যে কোন পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্র তার জন্য বেমানান ও নিরাপত্তাহীন। তাই ইসলাম নারীকে তার পূর্ণ অধিকার দিয়েছে। অধিকারের নামে ঘাম ঝড়ানো কষ্টের বোঝা তাদের মাথায় ইসলাম চাপায় দেয়নি। আপনি কর্মক্ষেত্র থেকে এসে স্ত্রীকে ঘরে পরিপাটি অবস্থায় দেখবেন এটাই পৃথিবীর বড় আনন্দ। তাই নবী করীম (সা.) বলেছেন, দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে তার মধ্যে শ্রেষ্ট সম্পদ সতীসাধ্বী রমনী। আপনি বুঝতে পেরেছেন বার বার পাক্ষিক বা মাসিক সংসার না করে সারা জীবন একজনকে নিয়ে সংসার করতে হলে ধার্মিক মেয়ে অপরিহার্য। তাছাড়া কোন ধার্মিক মেয়ে এটা মেনে নেবে না যে, আপনি অন্য নায়িকাদের নিয়ে হাত ধরে জড়াজড়ি করে অভিনয় করবেন। হারাম উপার্জন করবেন। তাই আসুন কোন হালাল উপার্জন খুঁজে ফিল্মের জগত লাথি মেরে পরহেজগার জিন্দেগি শুরু করুন। আশা করা যায়, আল্লাহ তাআলা আপনাকে একজন পরেহজগার রমনী দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরহেজগার জিন্দেগি গঠন করার তাওফিক দান করুন। আমিন।
মাওলানা শেখ নজরুল হক
টুঙ্গী পাড়া, গোপালগঞ্জ