জামেয়া ওয়েবসাইট

বৃহস্পতিবার-১২ই শাবান, ১৪৪৬ হিজরি-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আল জামিয়ার দিন-রাত

আল-জামিয়ার-দিন-রাত

জামিয়ার প্রধান পরিচালক হযরতুল আল্লামা আবদুল হালিম বুখারী  সাহেব (দা. বা.)-এর আম্মাজানের ইন্তেকাল

দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহি দীনী বিদ্যাপিঠ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা আবদুল হালিম বুখারী সাহেব (দা. বা.)-এর শ্রদ্ধেয় আম্মাজান (রহ.) ১৯ জুন ২০১৯ মোতাবেক ১৫ শাওয়াল ১৪৪০ (বুধবার) বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম CSCR হাসপাতালে মাওলার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এ মহিয়সী নারীর ইন্তেকালের খবর জামিয়া ও পরিচিত মহলে ছড়িয়ে পড়লে সকলেই শোকাহত হন।

ঐদিন রাত ১০ ঘটিকার সময় চট্টগ্রাম লোহাগাড়া থানার অন্তর্গত রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযার  নামাযে ইমামতি করেন তারই সুযোগ্য সন্তান কক্সবাজার জেলার চকরিয়া থানায় অবস্থিত ইমাম বুখারী (রহ.) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আবদুর রহিম বুখারী (দা. বা.)। অল্পসময়ে জানাযার নামাযের আয়োজন করা সত্ত্বেও অজস্র আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসলমানের উপস্থিতি লক্ষ করা যায়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫ (পঁচানব্বই) বছর। তিনি যুগশ্রেষ্ঠ আলেমে দীন চার ছেলে, ছয় মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জামিয়ার সকল ছাত্র ও শিক্ষকের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

মাসিক আত-তাওহীদের সম্পাদক ড. আ ফ ম খালিদ হোসেন, সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ হামযা ও ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা সগির আহমদ এক বিবৃতিতে জামিয়ার প্রধান পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেব (দা. বা.)-এর শ্রদ্ধেয় আম্মাজানের (রহ.) ইন্তেকালে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং দোয়া করেন যাতে আল্লাহ তায়ালা মরহুমার মাগফিরাত করেন এবং জান্নাতের উঁচু মাকাম নসীব করেন।

জামিয়ার ভর্তি কার্যক্রম সম্পন্ন পাঠদান শুরু

১২ জুন ২০১৯ মোতাবেক ৮ শাওয়াল ১৪৪০ (বুধবার) আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ১৪৪০-৪১হিজরী  শিক্ষাবর্ষের ভর্তি  কার্যক্রম শুরু হয়ে ১৮ জুন সম্পন্ন হয়েছে। এ বছর হিফয ও নূরানী বিভাগ থেকে নিয়ে দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও বিভিন্ন তাখাস্‌সুসাত (উচ্চতর বিভাগ) উচ্চতর তাফসীর, উলুমে হাদিস, ইসলামী আইন গবেষণ (ইফতা), আরবী সাহিত্য, বাংলা ও ইংরেজি সাহিত্য,তাজবীদ কেরাত এবং শর্টকোর্সসহ অন্যান্য বিভাগে প্রায় পাঁচ হাজার ছাত্র ভর্তি হয়েছে বলে জানা গেছে। এবছর জামিয়ার সকল উচ্চতর বিভাগগুলোকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে। ফলে এসকল বিভাগে রেকর্ড সংখ্যক ছাত্র ভর্তি হয়েছে। (সূত্র: জামিয়ার শিক্ষাবিভাগ)

এদিকে ২৪ জুন ২০১৯ মোতাবেক ১৯ শাওয়াল (সোমবার) ১৪৪০-১৪৪১ হিজরী শিক্ষাবর্ষের পাঠদান আরম্ভ হয়েছে। প্রথম দিনের দরসে ছাত্রদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সকলেই প্রাণবন্ত ও উচ্ছ্বসিত। তারা নবউদ্যমে সারা বছর ক্লাসে উপস্থিত থাকার ও পাঠ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে। ক্লাস শুরুর দিনে আসাতিজায়ে কেরাম দরসের সূচনায় ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। নিয়ত ঠিক করে ভালভাবে লেখা পড়ার প্রতি মনোযোগী হতে নির্দেশ দেন এবং মেহনতী হওয়ার  পরামর্শ  দেন।

তালিবে ইলমদের উদ্দেশ্যে আল্লামা আবু তাহের নদভীর (দা. বা.) অমূল্য নসীহত

২৩ জুন (রবিবার) জামিয়ার কেন্দ্রীয় মসজিদে এই জামিয়ার প্রবীণ মুহাদ্দীস ও নাজেমে দারুল ইকামা আল্লামা আবু তাহের নদভী (দা. বা.) ছাত্রদের উদ্দেশ্যে অত্যন্তগুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। নতুন শিক্ষাবর্ষের ছাত্রদের উদ্দেশ্যে প্রদত্ত বয়ানে হুজুর বলেন, নতুন বছরের শুরুতে নিয়ত সহীহ করে মাওলার রেযামন্দির উদ্দেশ্যে লেখাপড়া করতে হবে। জামিয়ার নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল  হতে হবে। পোষাক-পরিচ্ছেদ ও চুল দাড়ি সুন্নত মোতাবেক হতে হবে। মোবাইল ও সিয়াসত মুক্ত থাকতে হবে। হুযুর আরও বলেন, কঠোর পরিশ্রম ও নিয়মতান্ত্রিক অনুশীলনের মাধ্যমে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।

তথ্যসূত্র: আবদুর রহমান বিন ইউনুছ

জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ