আল জামিয়ার দিন-রাত (অক্টোবর)
জাতীয় সংসদে কওমী মাদরাসা সনদের বিল পাশ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আল্লামা মুফতী আবদুল হালীম বুখারী (দা. বা.)
১৯ সেপ্টেম্বর18 কওমী মাদরাসাসমূহের দাওরায়ে হাদীস সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্স ডিগ্রির সমমান বিল সংসদে পাশ করায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সামরিক সচিবসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতী আব্দুল হালীম বুখারী (দা. বা.)। সংসদে কওমি সনদের বিল পাশ করার পর আল্লামা আব্দুল হালীম বুখারী মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার রাষ্ট্রীয় স্বীকৃতি দেশের লাখ-লাখ আলেম ও ছাত্রসমাজের দাবি ছিল। কওমি মাদরাসা র নিজস্ব স্বকীয়তা ও স্বাতন্ত্র্য বজায় রেখে কওমি মাদরাসা সনদের স্বীকৃতি প্রদান করায় কওমি জনতার দীর্ঘদিনের দাবি পূর্ণতা পেয়েছে।
বহির্বিশ্বে জামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা ওবায়দুল্লাহ হামযার বিরল সম্মাননা
বিগত রমযান মাসের আগে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ওবায়দুল্লাহ হামযা মক্কা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লীগ (রাবেতা)-এর পক্ষ থেকে ‘পারস্পরিক দয়াশীল মুসলিম সমাজ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপনের জন্য এক বিশেষ আমন্ত্রণ পান। পাশাপাশি রাবেতার বিশেষ মেহমান হিসেবে আল্লাহর ঘরের জিয়ারত ও হজ্বেরও আমন্ত্রণ পান। উল্লেখ্য গত ২২ আগস্ট’১৮ রাবেতা কর্তৃক ‘ইসলামে দয়া ও পরোপকারে তাৎপর্য’ বিষয়ের ওপর ৬৪টি দেশের মুসলিম স্কলাররা প্রবন্ধ লিখেন, তাঁদের মধ্যে ৮ জনের প্রবন্ধ নির্বাচিত হয়। ৮ জনের মধ্যে প্রথম অধিবেশনেই প্রবন্ধ উপস্থাপনের জন্য মনোনীত হয় জামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। বাংলাদেশ থেকে রাবেতার এ কনফারেন্সে একমাত্র মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ এ বিরল সম্মাননা পান। একই সাথে সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি,কলেজ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিনার-সেম্পোজিয়ামে তিনি অংশগ্রহণ করে বাংলাদেশের সুনাম কুড়িয়েছেন।
মাস্টার আহমদ হোসাইন (রহ.)-এর ইন্তেকাল
জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রবীণ শিক্ষক আহমদ হোসাইন (তাবলীগ হুজুর) ১৬ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২টায় দেশের বাড়ি কুমিল্লাতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া…রাজিউন)। তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে জামিয়াজুড়ে শোকের ছায়া নেমে আসে। সবাই শোকে মূহ্যমান হয়ে যায়। এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবদুল হালীম বুখারী (দা. বা.)। উল্লেখ্য তাঁর নামাজে জানাযার ইমামতি করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক আল্লামা আবু তাহের নদভী (দা. বা.)।
‘শিয়া কাফের’ বিষয়ক বিতর্ক সেমিনার অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর’18 বাদে এশা আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দারুল হাদীস মিলনায়তনে শুবায়ে মুনাযারার ব্যবস্থাপনায় ‘শিয়া কাফের’ বিষয়ক বিতর্ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রবীণ মুহাদ্দিস মাওরানা আমিনুল হক সাহেব (দা. বা.)। বিতর্ক সেমিনারে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন জামিয়ার সিনিয়র উস্তাদ মাও.কাযী আখতার হোসাইন সাহেব (দা. বা.)। শিয়া কাফের বিষয়ক বিতর্ক সেমিনারে উভয় গ্রুপের প্রতিযোগীরা বিষয়ের পক্ষে-বিপক্ষে দলিলের ভিত্তিতে যুক্তি-তর্ক উপস্থাপন করে। পরে জামিয়ার প্রবীণ উস্তাদ মাওলানা কলীমুল্লাহ সাহেবের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জামিয়ার ২০১৯ সালের আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরবর্তী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত তারিখে কোনো দীনী মাহফিল, সভা, সম্মেলনের দিন ধার্য না করার জন্য সকল প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের প্রতি জামিয়া প্রধান, শায়খুল হাদীস আল্লামা মুফতী আবদুল হালীম বোখারী (দা. বা.) অনুরোধ জ্ঞাপন করেন।
তথ্যসূত্র: ছানা উল্লাহ রিয়াদ
জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ