জামিয়ার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
গত ৮ ও ৯ ফেব্রুয়ারি জামিয়া ময়দানে ২ দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাজারো আলেমে দীনের দীনি মাতৃক্রোড় ও আধ্যাত্মিকতার বাতিঘর এই জামিয়ার আন্তর্জাতিক সম্মেলনে আত্মশুদ্ধি ও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
২ দিনব্যাপী অনুষ্ঠানে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত আল্লামা মাওলানা আবুল কাসেম নুমানী, ভারতের বেঙ্গালুরের জামিয়া ইসলামিয়া মসিহুল উলুমের প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত আল্লামা মুফতি শুয়াইবুল্লাহ খান, ভারতের বোম্বাইয়ের হযরত মাওলানা তালহা কাসেমী, জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার মুহতামিম হযরত আল্লামা সুলতান যওক নদভী, রাবারবাগন মাদরাসার মুহতামিম আল্লামা সিদ্দিক আহমদ (রহ.), আল্লামা খুরশেদুল ইসলাম কাসেমী ও আল্লামা আবদুল বাসেত খানসহ আরও দেশ-বিদেশের খ্যাতিমান আলেমগণ দীনের বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
সমাপনী অধিবেশনে সভপতির বক্তব্যে জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবদুল হালিম বোখারী দা. বা. সুষ্ঠুভাবে এই মহাসম্মেলন শেষ করতে পারায় মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত উপস্থিত মেহমানবৃন্দের যথাযথ সেবা করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। সর্বাবস্থায় জামিয়ার পাশে থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরিশেষে দেশ-জাতির কল্যাণে দোয়া-মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
বি. দ্র. আগামী ৭-৮ ফেব্রুয়ারি ২০১৯ জামিয়ার আন্তর্জাতিক মহাসম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে সকল মাদরাসা ও সম্মেলনকর্তৃপক্ষের নিকট উক্ত তারিখ বিবেচনায় রাখতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
তালেবে ইলমদের প্রতি আল্লামা শুয়াইবুল্লাহ খানের বিশেষ নসিহত
১২ ফেব্রুয়ারি (সোমবার) বাদে ফজর জামিয়ার মহাসম্মেলনে উদ্দেশ্যে আগত জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে ভারতের বেঙ্গালুরের জামিয়া ইলামিয়া মসিহুল উলুমের মুহতামিম আল্লামা মুফতি শুয়াইবুল্লাহ খান তালেবে ইলমদের প্রতি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বয়ানপূর্ব জামিয়ার বিশিষ্ট কারী মাওলানা আহমদুল হক দা. বা. এর তেলাওয়াতে তিনি মুগ্ধ হন।
তিনি বলেন, তেলাওয়াতের মাধ্যমে অন্তরের সব ধরনের রোগমুক্তি হয়। এক্ষেত্রে তিনি ইয়াজিদ বিন হারুনের ঘটনাকে উদ্ধিৃতি হিসাবে পেশ করেন। তিনি বলেন, ইলমের জন্য সর্বোচ্চ ত্যাগ দিতে হবে এবং দূর-দূরান্ত পর্যন্ত সফর করতে হবে। এক্ষেত্রে তিনি বাকি বিন মাখলাদের ইমাম শাফি রহ. এর থেকে ইলম অর্জনের ঘটনা বর্ণনা করে ছাত্রদের উৎসাহিত করেন। পরিেিশষে সকলের মঙ্গল কামনা করে আল্লাহ পাকের দরবারে দোআ-মুনাজাত করেন। উল্লেখ্য যে, তিনি ৯ ফেব্রুয়ারি বাদে মাগরিব দারুল হাদিস মিলনায়তনে তালেবে ইলমদের উদ্দেশ্যে বুখারী শরিফের দরস প্রদান করেন।
হযরত আল্লামা আবুল হাসান আলী নদভী (রহ.)-এর দৌহিত্রের জামিয়া পরিদর্শন
১৯ ফেব্রুয়ারি (সোমবার) হযরত আল্লামা আবুল হাসান আলী নদভী (রহ.)-এর দৌহিত্র ও নদওয়াতুল ওলামা লখনৌ এর সিনিয়র শিক্ষক আল্লামা বিলালুদ্দীন (দা. বা.) জামিয়া পরিদর্শনে আসেন।
বাদে এশা মেহমানের সম্মনার্থে জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন জামিয়ায় সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ফোরকান সাহেব (দা. বা.)।
মেহমান সুরা তওবার ১২২ নাম্বার আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ইলমের জন্য আমাদের দুনিয়ার বিভিন্ন প্রান্তে সফর করতে হবে এবং অর্জিত ইলম মানুষের মধ্যে আবার বিতরণও করতে হবে। এবং তিনি বিশেষভাবে দাওয়াতি কাজের প্রতি মনোনিবেশের পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য যে, তিনি তালেবে ইলমদের দারুল হাদিস মিলনায়তনে বোখারি শরিফের দরস প্রদান করেন।
পুনরায় জামিয়ার দরস প্রদান শুরু ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ
দ্বিতীয় সাময়িক পরীক্ষা ও জামিয়ার বার্ষক সভা উপলক্ষ্যে প্রায় মাসব্যাপী দরস বন্ধ থাকার পর গত ১১ ফেব্রুয়ারি রোজ রবিবার হতে জামিয়ার সকল বিভাগে পুনরুদ্যমে দরস প্রদান শুরু হয়েছে। বছরের শেষ প্রান্তে এসে এবং বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে ছত্ররা দরস ও তাকরারের প্রতি পূর্ণ মনোনিবেশ করেছে। সাথেসাথে তারা নব উদ্দমে পরীক্ষাপূর্ব সময়ের ন্যায় পাঠ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।
এদিকে গত ১৮ ও ২৫ ফেব্রুয়ারি (রবিবার) দু’দফায় জামিয়ার তালিমাত বিভাগ দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করেছে। প্রথম সারিতে উত্তীর্ণ শিক্ষর্থীরা আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি কর্তৃপক্ষেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। উল্লেখ্য যে, জামিয়া-কর্তৃপক্ষের পক্ষ থেকে বছরের শুরুলগ্নেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত কররা ঘোষণা দেওয়া হয়েছে।
জামিয়ার পরবর্তী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০১৯
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরবর্তী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত তারিখে কোনো দীনী মাহফিল, সভা, সম্মেলনের দিন ধার্য না করার জন্য সকল প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের প্রতি জামিয়া প্রধান, শায়খুল হাদীস আল্লামা মুফতী আবদুল হালীম বোখারী (দা. বা.) অনুরোধ জ্ঞাপন করেন।
তথ্যসূত্র: নূর আহমদ তালহা
জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ
চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের কমিটি গঠন সম্পন্ন
মাসিক আত-তাওহীদের সম্পাদক, লেখক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসেনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দক্ষিণ জেলাভিত্তিক অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের নীতিমালা অনুযায়ী কমিটি গঠন উপলক্ষ্যে সম্প্রতি চট্টগ্রাম পটিয়া শান্তিরহাটস্থ মীর সুপার মার্কেটের ২য় তলায় উপ-পরিষদের সদস্য মাওলানা মোজ্জাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ও আহ্বায়ক মুহাম্মদ মিছবাহ উদ্দীনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় নবদূত নীতিমালা অনুযায়ী ওলামা-মাশায়েখ উপদেষ্টা পরিষদ ও শিক্ষা ও শিল্পপতি উপদেষ্টা পরিষদসহ উপ-পরিষদের ২১ জন বিশিষ্ট একটি কমিটি করা হয়। নব-নির্বাচিত কমিটির সদস্যবর্গ হচ্ছেন, সভাপতি মুহাম্মদ এফএসডি ইকরামুল হক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফিরোজ উদ্দিন, সহ-সভপতি মুহাম্মদ আবছারুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল করিম, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাওলানা ইউনুছ হাবিব, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ মাওলানা কায়সার হামিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিছবাহ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক এহসান উল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা জুনাইদুল হক, সহঅর্থ সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসাইন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মুহাম্মদ এইচ এম ইদরীস, সহপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুদুর রহমান, হিসাব ও দপ্তরবিষয়ক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক জাহেদ উল্লাহ, সিনিয়র সদস্য মাওলানা জহিরুল ইসলাম, সদস্য মাওলানা হোসাইন আহমদ, মাওলানা নুরুল ইসলাম সাইফী, মুহাম্মদ মিজানুর রহমান (মুরাদ), মুহাম্মদ খালেদ আনিছ, মুহাম্মদ ওসমান গনী ও মুহাম্মদ রিদওয়ানুল হক।