মাফ কর হজরত
কাজী নজরুল ইসলাম
তোমার বাণীরে করিনি গ্রহণ, মাফ কর হজরত।
ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখান পথ।
বিলাস বিভব দলিয়াছ পায়ে ধূলি –সম তুমি, প্রভু,
আমরা হইব বাদশা নবাব, তুমি চাহ নাই কভু।
এই ধরণীর ধন-সম্ভার
সকলের এতে সম অধিকার,
তুমি বলেছিলে ধরণীতে সব সমান পুত্রবৎ॥
তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,
তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ, অমর বাণী।
মোরা ভুলে গিয়ে তব উদারতা
সার করিয়াছি ধর্মান্ধতা
বেহেশত হতে ঝরে না কো আজ তাই তব রহমত।
মহানবী মুহাম্মদ (সা.)
গোফরান উদ্দীন টিটু
আল্লাহ মহানের সৃষ্টির সেরা
ফেরেশতা নয় ওরে প্রিয় মানুষেরা।
সেরা মানুষেরই সেরা প্রিয় হযরত
মুহাম্মদ (সা.) বড়ই মহৎ।
মানুষেরই নবী তিনি কবি মানবের
ভেদাভেদ নেই মনে মানবপ্রেমের।
শত্রুকে করেছেন আজীবন ক্ষমা
মনপ্রাণ জুড়ে তাঁর ভালোবাসা জমা।
পথে কাঁটা বিছিয়েছে কোন এক বুড়ি
একদিন কাঁটা নেই বুড়ি থুত্থুড়ি
মরছেন ধুঁকে ধুঁকে বিছানায় পড়ে
মহানবী দেখেছেন ছুটে গিয়ে ঘরে।
মক্কার লোকদেরও করেছেন ক্ষমা
ক্ষমাই মহত্ত্ব তাঁর জীবনের জমা।
ন› শুধু মুসলিম নও মুসলিমও
ছিলেন নবীর কাছে সমধিক প্রিয়।
দিয়েছেন পশুদেরও খুব ভালোবাসা
জগতের সকলেরই ভরসা ও আশা।
আল্লাহর হাবীব প্রিয় মহানবী তাই
আজকের এই দিনে সালাম জানাই।
আরবের মরুভূমি তুমি সেরা ফুল
হযরত মুহাম্মদ (সা.)আমার রাসূল।
মহামানবের তিনি পরম নেতা
মানুষেরই শোক দুখে পেয়েছেন ব্যথা।
পরকালে নাজাতের তিনিই উসিলা
অবিসংবাদিত যে লা জবাব লা।
তাঁর চেয়ে নেই কেউ সৃষ্টির সেরা
প্রেম ভালোবাসা আর মমতায় ঘেরা।
তাঁকে ভালোবাসি খুব চলি তাঁরই পথে
ভুলতে পারি না কেউ কভু কোনমতে।
সৃষ্টির আলো তিনি স্রষ্টারই প্রাণ
হযরত মুহাম্মদ (সা.) নবী সুমহান।
গুলবাগ
শিখর চৌধুরী
মুহাম্মদের (সা.) প্রেমে জঁপেছি যখনি
জীবন তো এতো মধুর লাগবেই।
স্বপ্নে আবিষ্ট মনে নবীকে ছুঁয়েছি;
পেয়েছি তাঁর দোয়া।
আহা! কতো ভালো অনুভূতি জাগে এই অন্তরে
তোমায় আবার পেয়েছি রবীউল আউওয়ালের নতুন পূর্ণেন্দুতে;
তোমায় ভালোবেসেছি,
তোমার বারে বারে স্মরণ করেছি;
তোমার জন্মের গুলবাগে।
তোমার দরবারে
হাজেরা সুলতানা হাসি
খালি হাতে এসেছি প্রভু
দরবারে তোমার
কবুল করো দয়ার সাগর
প্রার্থনা আমার।
জীবন নদীতে বইছে শুধু
দু:খ ঢেউ
তুমি ছাড়া ধরাতে
নয়তো আপন কেউ।
চাইলে তুমি করতে পার
দু:খের অবসান
হৃদয় মহলে ছড়াতে পার
আলোর বান।
হৃদয় কাননে ফুটাতে পার
শুকরিয়ার ফুল
আনন্দ সমীরণে সুখেরা সব
খাবে দুল।
তুমি ছাড়া আপন আমার
নয়তো কেহ
তোমার কাছে চাই যে আমি
মমতা-স্নেহ।
চাইলে তুমি করতে পার
কষ্ট দূর
হৃদয় বীণায় বাজবে তখন
আনন্দরই সূর।
রোহিঙ্গা ইস্যু
আলমগীর মুরতাজা
রোহিঙ্গারা মরলে রুক
রক্ত ওদের ঝরলে ঝরুক
বাস্তুভিটা পুড়লে পুড়–ক
কল্লা ধড়ের উড়লে উড়–ক
তাতে কী যায়-আসে,
বেইমানেরা মুসলমানের
রক্ত দেখে হাসে।
অবিশ্বাসি শক্তিগুলোর
লক্ষ্য শুধু একথথ
বিশ্ব থেকে রঙ্গ করে
মারতে হবে শেখ।
ওরে মুমিন! ভয় কী তবে!
চুপসে থাকা হয় কী তবে?
জাগতে হবে আবার,
অস্ত্র ধরো বজ্র-হাতে
যুদ্ধে নেমে যাবার,
নিজ অধিকার পাবার।