মাবিশ আহাদ
(১) কাঁদিস কেন!
ওরে পাগল কাঁদিস কেন! কাঁদলে কিছু হয়!
কান্না মানেই আনলি যেচে চরম পরাজয়!
অশ্রুমুছে তারচে’ বরং
মাখ তুলিতে রঙধনু রঙ
দুলকিচালে চল এগিয়ে দূরকরে সংশয়,
ওরে পাগল কাঁদিস কেন! কাঁদলে কিছু হয়!
ভাবিস যারে দিন-রজনী আপন করে পেতে,
কাঁদলে বসে তার কাছে তুই পারবি কি রে যেতে!
তোল চরণে ঝড়ের গতি,
থামিস না রে তিলেক-রতি
অগ্নিঝরা চক্ষু দেখেই ভাগবে সকল ভয়,
ওরে পাগল কাঁদিস কেন! কাঁদলে কিছু হয়!
তুই যে তরুণ তোর শরীরে তারুণ্যেরই বল,
তোর গতিতে কাঁপবে সবাই কাঁপবে হিমাচল।
সকল বাধা উধাও হবে,
নতুন কিছুর কলরবে—
উঠবে জেগে বিশ্ব-ভুবন, তুই হবি বিস্ময়
ওরে পাগল কাঁদিস কেন! কাঁদলে কিছু হয়!
তোর গায়ে কি শক্তি আছে জানিসনা এর কিছু,
শির তুলে তুই থির দাঁড়ালে সব হবে রে নিচু।
বিজয় এসে ধরা দেবে,
সহাস্যে নিজ মুঠে নেবে
মরেও তুই অমর র’বি, মরণ হবে জয়,
ওরে পাগল কাঁদিস কেন! কাঁদলে কিছু হয়!
হ. ম. সাইফুল ইসলাম মনজুর
(২) আঁকড়ে ধরো
মরব আমি মরবে তুমি মরবে প্রাণীকুল,
সময়মতই ঘটবে মরণ নয় মিছে একচুল।
এরপরও কোন সাহস পেয়ে
অলিকপানে ছুটছো ধেয়ে!
হয়না কেনো স্মরণ তোমার হারাচ্ছ দু’কূল,
মরব আমি মরবে তুমি মরবে প্রাণীকুল!
আকাশছোঁয়া অট্টালিকা গড়ছো হারাম পথে,
খানিক সময় ভাবলে না রে লাভ কী এসব হতে!
কালো টাকার সফেদগাড়ি,
সঙ্গীরূপের দায়ূস নারী
এই জগতের বাহবা পেতে রইলে রে মশগুল,
মরব আমি মরবে তুমি মরবে প্রাণীকুল!
কোথায় তোমার মূল ঠিকানা একটুখানি ভাবো,
কোথায় ছিলাম কোথায় আছি আবার কোথায় যাবো!
যায় ফুরিয়ে যায় রে বেলা,
ভাঙবে রে এই ভবের মেলা।
থাকতে সময় আঁকড়ে ধরো তোমার আসল-মূল,
মরব আমি মরবে তুমি মরবে প্রাণীকুল!