আদর্শ ওস্তাদ
সৈয়দ সিরাজুল ইসলাম
মহান উস্তাদের আদর্শ,
সুন্নাত মতে আমল করা।
আদব আর সুন্নাতের শিক্ষায়,
ছাত্র-শিষ্যের জীবন গড়া।
আমল বিহীন এলেম কেবল,
ধ্বংস করে ছাত্রের জীবন।
আত্মলোভ আর আত্ম গর্বে
তাই মগ্ন রাখে আজীবন।
আদব-এখলাস সুন্নাত বিহীন
এলমে দীন ব্যর্থ ও অসার।
মুখলেস কভু হয় না তারা
সন্তোষ পায় না কভু খোদার।
এলমে দীনের তলবকারীর
শর্ত-পবিত্র জান ও মাল।
ব্যর্থ হবে এলেম সবি,
যদি খাদ্য না হয় হালাল।
এলেম শিখতে হয় যে বাহির
নিজের শহর বাড়ি ছেড়ে,
শহীদ-গাজী নসিব হবে,
রবে জান্নাতের ওই নীড়ে।
নজরুল স্মরণে
আলাউদ্দিন কবির
সালাম তোমায় আদাব তোমায় বিদ্রোহী নজরুল
তোমার হাতেই ফুটেছিলো একা অভেদ কাব্যফুল
গেয়েছিলে তুমি জাতপাত ভুলে মানুষের জয়োগান
কাব্যের দেহে দিয়েছিলে নব প্রেম-উচ্ছল প্রাণ!
দেহের অতীত হয়েছো শুধুই যাওনি ত আজো মরে
ঊনচল্লিশ বছর পরেও তোমাকেই মনে পড়ে
তোমার গানেই সুখ খুঁজে আজো বিরহকাতর বুক
তোমার কাব্যে ভয় পায় আজো জালিমশাহীর চোখ!
প্রাণের বেতারে শুনে এই প্রাণ, ওপারেও তুমি কবি
কবিতায়-গানে আঁকছো এখন পরম প্রিয়ের ছবি
তুমি বিদ্রোহী তুমি বিপ্লবী তুমি পূর্ণ পুরুষ
তোমার নামেই থমকে দাঁড়ায় শোষকের সব রোষ!
সালাম তোমায় আদাব তোমায় সাম্যের নজরুল
তোমার স্মরণে গান গায় আজো বাংলার বুলবুল..
তুমি ছিলে আছো, তুমি থাকবেই শাশ্বত কাব্যে
যুগে যুগে সব শোষিত হৃদয় তোমাকেই ভাববে!!
আমার নবী শ্রেষ্ঠ নবী
|
জিশান মাহমুদ
আমার নবী শ্রেষ্ঠ নবী
রহমতে রসুল
নূরের জ্যোতি যান ছড়িয়ে
মদিনারই ফুল।
আমার নবী সবার নবী
তারই গুনগান গাই
নবীকুলের শিরোমনি
তার তুলনা নাই।
আমার নবী নূরের নবী
ফুল বাগিচার ফুল
কারও সাথে নবী তোমার
হয় না কোন তুল।
এখনো তাঁকে খুঁজি
রোকন এনাম লোবান
এখনো তাঁকে খুঁজি যাকে আমি কখনো দেখিনি এই চর্ম চোখের রশ্মির সীমানায়,
তিনি শুয়ে আছেন সবুজে শ্যামল কল্লোলিত সীনায়।
এই জীবনের মরুভূমির তাঁবুতে, দূরের মিনায়,
তিনি ছাড়া জীবন যেন কী যেন নাই; কিচ্ছু নাই!
তাঁকে যখনই দেখেছি অনুভব করেছি দিব্যজ্যোতির পেয়ালায়,
কোথায় হারিয়ে গেল সে, কোন্ জান্নাতে অভিমানের ভেলায়,
কেন আজও থাকি খুঁজে ফিরি এই গোধুলি আঁধার অবেলায়?
হৃদয়ের স্পন্দনও একসময় থেমে যায় ভীষণ বিধ্বস্ত অবহেলায়।
কেমন আছো, কিভাবে কাটে রাত, কিভাবে চাঁদ গলে তোমার জীবনে?
এখানে রাত থেমে থাকে সূর্য গলা দিনেও, চাঁদ মৃত তুমি বিহনে।
অনেক তারার গল্প কি বসে তোমার সুবাসিত নক্ষত্রের রুপালি আলোর গগনে?
এখানে এখনো তুমিময় বসন্ত, তুমিময় শীত, তুমিময় জীবনমৃত্যু মননে মননে।
এমনকি হয়তো তোমার সাথে আর সাক্ষাত হবে না পৃথিবীতে অথবা জান্নাতে,
চিরকাল জাগরুক থাকবে হৃদয়ের রাজপ্রাসাদের প্রেমনীল মান্নাতে।
মাহমুদুল হাসান নিজামীর কবিতা
|
অতি লোভী অমানুষ
আতি লোভী মানুষগুলো
অমানবিক হয়
অন্যকনের ক্ষতি করে
নিজের করে জয়।
অতি লোভী অমানুষ
বন্ধু কারো নয়
কিছু লোভ থাকা চাই
অতিলোভী ভয়।
আর ঘুমানো ঠিক হবে না
রবিউল হাসান আরিফ
ঘুমিয়ে থাকতে মোরা পারব কেমনে বল?
আর ঘুমানো ঠিক হবে না, জিহাদেতে চল
যেখানে হয় অবমাননা গ্রন্থ আল-কুরআন
যেখানে হয় অপমান মু’মিন মুসলমান
যেখানে নির্যাতিত লাখো মজলুম
যেখানে বিতাড়িত বাস্তুহারা প্রাণ।
নাস্তিকদের দুঃসাহসকে তেড়ে ভেঙে ফেল,
মিডিয়াতে চলছে শুধু ইসলামী বদনাম
ধ্বংস করতে চাচ্ছে তারা দীনের মান-সম্মান,
রসুলের বিদ্রুপ করে ইন্টারনেটে তারা
খুশিতে বাগবাগ করে আত্নহারা।
সহ্য মোদের হবে না, প্রতিরোধ গড়ে তুলো,
তরবারিতে নয়তো শুধু কলমে চালাও
তাওহীদের শ্লোগানে দীনের মজবুত বাড়াও,
পিছপা না হয়ে সামনেতে আগাও
সফলকামী হতে সবাই খোদার মদদ চাও,
দুশমনদের কাবু, কাবু করতে দীনের ঋান্ডা তুলো।
আর ঘুমানো ঠিক হবে না, জিহাদেতে চল।