জামেয়া ওয়েবসাইট

মঙ্গলবার-১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি-১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট সম্পর্কে আল্লামা মুফতি মুহাম্মদ শফী (রহ.)-এর ঐতিহাসিক ফতওয়া: কাকে ভোট দেবেন?

ভোট সম্পর্কে আল্লামা মুফতি মুহাম্মদ শফী (রহ.)-এর ঐতিহাসিক ফতওয়া: কাকে ভোট দেবেন?

ভোট শরীয়তে গুরুত্বপূর্ণ আমানত। এ আমানত রক্ষা করা প্রতিটি মুসলিমের আবশ্য কর্তব্য। জাওয়াহিরুল ফিকহ কিতাবে মুফতি মুহাম্মদ শফী (রহ.)-এর ভোট বিষয়ে একটি ফতওয়া প্রদান করা আছে।

সেখানে তিনি বলেন, যে প্রার্থীকে আপনি ভোট দিচ্ছেন শরীয়তের দৃষ্টিতে আপনি তার পক্ষে এ মর্মে সাক্ষ্য দিচ্ছেন যে, এ ব্যক্তি ইলম, আমল ও সততায় কাজটির যোগ্য এবং অন্যান্য প্রার্থীদের থেকে ভালো। শরীয়তের এ দৃষ্টিভঙ্গিটির প্রতি লক্ষ করলে নিচের ফলাফলগুলি উঠে আসবে:

এক. আপনার ভোট এবং সাক্ষ্যর মাধ্যমে যে নেতা সংসদে যাবে সে তার এ দায়িত্বপ্রাপ্ত অবস্থায় যত ভালো বা মন্দ কাজ করবে তার দায়ভার আপনার ওপরও বর্তাবে।

দুই. এ বিষয়টিও বিশেষভাবে লক্ষ রাখতে হবে যে, ব্যক্তিগত কাজকর্মে যদি কেউ কোনো ভুল করে তাহলে তার প্রভাব যেমনিভাবে সীমাবদ্ধ থাকে, সওয়াব ও শাস্তির বিষয়টিও তেমনিভাবে ব্যক্তিপর্যায়ে থাকে; কিন্তু তার জাতীয় ও রাষ্ট্রীয় কাজের ক্ষেত্রে পুরো জাতি ও রাষ্ট্র প্রভাবিত হয়, তার সামান্য ত্রুটিও মাঝেমধ্যে পুরো জাতির জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য এর সওয়াব ও শাস্তিও ব্যাপক হয়ে থাকে।

তিন. সত্য সাক্ষ্য গোপন করা কুরআনের বক্তব্যমতে হারাম। তাই আপনার এলাকায় যদি কোনো সঠিক দৃষ্টিভঙ্গির সৎ প্রার্থী দাঁড়ায় তাহলে তাকে ভোট না দেয়া কবীরা গুনাহের কারণ হবে।

চার. যে প্রার্থী ইসলামি আদর্শ বিরোধী কোনো দৃষ্টিভঙ্গি লালন করে তাকে ভোট দেয়া মিথ্যা সাক্ষ্য বলে বিবেচিত হবে; যা কবীরা গুনাহ।

পাঁচ. টাকার বিনিময়ে ভোট বিক্রি করা খুবই জঘন্যরকমের সুদ এবং এটি টাকার বিনিময়ে ইসলাম ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণার নামান্তর। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে অন্যের জীবন সাজিয়ে দিতে নিজের দীনকে বিক্রি করে দেয়। সুতরাং প্রতিটি ভোট ও নেতা নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ আমাদের ইনসাফের দৃষ্টিতে সত্য ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার তওফীক দিন। আমিন। (সূত্র: জাওয়াহিরুল ফিকহ: ২/৩০০)

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ