জামেয়া ওয়েবসাইট

বৃহস্পতিবার-১২ই শাবান, ১৪৪৬ হিজরি-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা

শবে কদর

ওবায়দুল্লাহ মনসুর

উঠলো চৈতন্য জুড়ে টাইফুন-ঝড় আজ এই রাত

কাঁপছে থর থর বন্ধুর-শহর আজ এই রাত

হয়নি হৃদয়ক্ষরণ অভিজ্ঞতা যার কোন কালে

বুঝবেনা কী অপূর্ব এক এক প্রহর আজ এই রাত!

পথ-পানে সুখে ভাসাই জাহাজ নোনতা জলে বুকে

পায়না পাত্তা পুরোনো দুখের বহর আজ এই রাত

মন-প্রাণ চাঙা রাখা, আর কালবের ধ্যানী দুচোখ

কেউ দেবেনা হতে যুগল-কবর আজ এই রাত।

অভিন্ন লক্ষ্যে কাঙাল সাজে মাহমুদ–আয়ায

ছিঁড়েছি নির্মম হাতে বাগাড়ম্বর আজ এই রাত

আয়েশে তল্পি ভরার খোলা-সুযোগ সওদাগরির

ফজরে পূর্ণ হবে এ প্রমোদ সফর আজ এই রাত।

তাগুতের মূল উপড়ে বুঝে নিলাম জীবনবিধান

সৌভাগ্যে হাতে পেলাম শবে কদর আজ এই রাত।

একই আমার দেশ

আলাউদ্দিন কবির

মাথার ওপর মুক্ত আকাশ রুদ্ধ তবু শ্বাস

বস্তিবাসী স্বস্তি খোঁজে আজো বারো মাস

মুক্ত মাটি ছড়িয়ে যায় মুজিব-জিয়ার ঘ্রাণ

হক, ভাসানী, সোহরাওয়ার্দি সুপ্ত মন্ত্রপ্রাণ।

পাকিস্তানের পর্ব শেষে চীন-ভারতের পালা

আম্রিকা ও রাশিয়ারাও ছড়াচ্ছে ডালপালা;

মাটি তবু স্বাধীন আজো, হয়নি ঘাঁটি দেশ

অর্ধশত বছর পরও স্বাধীনতার রেশ!

এই মাটিতেই শুরু আমার এই মাটিতেই শেষ

যতোই বদল হোক না নামের, একই আমার দেশ।

রমজান

জিশান মাহমুদ

রমজানে ইবাদতে মশগুল থাক

আল্লার প্রতি সদা বিশ্বাস রাখ।

রোজা রেখে পেয়ে যাবে আযাদের ঢাল

রমজানে আলোকিত হবে পরকাল।

পাপের বিনাশ করে কোরানের বাণী

রহমতে ভরপুর এই মাস জানি।

আমলের চাষ করে ঈমানটা বাড়ে

ফেরেশতা ডেকে নেয় রাইয়ান দ্বারে।

মুক্তির দিশা

মোঃ আসাদুজ্জামান আশিক

মুক্তির দিশা কে দেবে তবে

সবই তো পথহারা,

সত্যের কথা বলবে কে আজ

আধারেই সব ডুবা।।

কুরআনের কথা শুনাবে কে বল

হৃদয়ে ভরা হাসাদ,

নামাজে তাগিদ কে দেবে বল

চৌদিক ঘেরা ফাসাদ।।

হাদিসে দরস করবে কে পেশ

আলেমে প্রবীণ শূন্য,

রাহবার বল কে হবে আজ

নেই তো দৃষ্ট যুগ্ন।।

সোনালি দিনের ঐশী বাণী

আসবে কি আর দারে,

নিজ কাজে আজ ব্যস্ত সবে

হারিয়ে যাওয়ার ভয়ে। ।

ঈদের দিন

মিজানুর রহমান

ঈদ এসেছে ঈদ

তাই তো আমার দু’নয়নে

নেই যেকোনো নিদ।

ঈদের আগের দিন

মামার বাড়ি যাবো নেচে

তাক ধিনা ধিন্ ধিন্।

ঈদের নামাজ শেষে

মামার হাতটি ধরে আমি

মেলায় যাবো হেসে।

আমাদের দেশ

আজহার মাহমুদ

অপরূপ সুন্দরে ভরা

আমাদের এই দেশ,

এই দেশেতে জন্ম নিয়ে

গর্ব আমার বেশ।

নানান ঋতুর এদেশ নিয়ে

অবাক পুরো বিশ্ব,

সুজলা, সুফলা, প্রকৃতি আর

আছে মনোরম দৃশ্য।

এদেশের সৌন্দর্যেও গল্প

শোনা যায় পৃথিবীর সবখানে

আমাদের এই দেশকে সবাই

বাংলাদেশ নামে জানে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ