ড. আ ফ ম খালিদ হোসেন রচিত
নিভে যাওয়া দীপশিখা
ড. আহমদ আলী
মুসলিম উম্মাহর মধ্যে শুরু থেকেই যুগে যুগে এমন অনেক আলোকিত ব্যক্তির আবির্ভাব হয়েছে, যাঁরা উম্মাহর জাতীয় জীবনের নানা সন্ধিক্ষণে সত্য, ন্যায়-ইনসাফ ও জ্ঞানের প্রবল দীপ্তি ছডিয়েছেন। তাঁদের জীবনপরিক্রমায় রয়েছে অপূর্ব সম্মোহন শক্তি। এর স্পর্শ মানবমন ও চরিত্রকে যেমন সুন্দর, উন্নত, মহৎ ও আলোকিত করে তুলতে পারে, তেমনি তাঁদের জীবনচরিত উম্মাহর বর্তমান ও ভবিষ্যত সংশোধন ও উন্নয়নের জন্য অমোঘ ব্যবস্থাপত্র হিসেবে কাজ করতে পারে।
ড. আ ফ ম খালিদ হোসেন দেশের একজন বরেণ্য ইসলামিক স্কলার ও সুপ্রসিদ্ধ লেখক। সম্প্রতি প্রকাশিত তাঁর ‘নিভে যাওয়া দীপশিখা ১’ গ্রন্থে তিনি ১৩টি পর্বে সুনিপুণভাবে তুলে ধরেছেন বিভিন্ন যুগের কীর্তিমান নক্ষত্রপুরুষদের নানা সাধনা, জীবনাচার ও জীবনসংগ্রামের চুম্বকাংশ।
১ম পর্বে ইসলামের শ্রেষ্ঠবিজেতা ওয়ালিদ ইবন আবদুল মালিক ও প্যান ইসলামিজমের ঘোষক তুরস্কের খলীফা দ্বিতীয় আবদুল হামীদ; ২য় পর্বে ইলমে নববীর আলোকস্তম্ভ ইযযুদ্দীন ইবন আবদুস সালাম, আহমদ আলী লাহোরী, মনযুর নুমানী ও ড. সাইয়েদ আত তানতাভী (রহ.) প্রমুখ; ৩য় পর্বে আধ্যাত্মিক জগতের শিরোমণি সূফী ওয়ালী আহমদ নিজামপুরী, পীর সাহেব চরমোনাই, শাহ আলী আহমদ বোয়ালভী ও শাহ জমিরুদ্দীন নানুপুরী (রহ.) প্রমুখ; ৪র্থ পর্বে মানব সেবায় কীর্তিমান পুরুষ হাজী মুহাম্মদ ইউনূস ও ভাষাসৈনিক মাসউদ খান (রহ.) প্রমুখ; ৫ম পর্বে বুদ্ধিবৃত্তি ও গবেষণায় কীর্তিমান শায়খ মুহাম্মদ উছায়মীন ও আবু সাঈদ ওমর আলী (রহ.); ৬ষ্ঠ পর্বে সামাজিক জাগরণ ও স্বাধিকার সংগ্রামের নক্ষত্রপুরুষ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, মাওলানা আবুল কালাম আজাদ ও খতীবে আযম মাওলানা সিদ্দীক আহমদ (রহ.) প্রমুখ; ৭ম পর্বে হাদীস ও ফিকহে আলোর দিশারী মাওলানা ইসহাক গাজী, ডা. মাওলানা ইসরার আহমদ, শায়খুল হাদীস আজীজুল হক ও মুফতী আবদুস সালাম চাটগামী (রহ.) প্রমুখ; ৮ম পর্বে সমাজ-সংস্কার ও সংগ্রামে অগ্রনায়ক খতীব মাওলানা ওবায়দুল হক, শাহ আহমদ শফী ও জুনাইদ বাবুনগরী রহ প্রমুখ; ৯ম পর্বে দাওয়াতের ময়দানে আলো বিচ্ছুরিণকারী মাওলানা ফজল আহমদ ও গাজী জামালুদ্দীন সন্দ্বিপী (রহ.); ১০ম পর্বে বিস্ময়কর প্রতিভা হাকিম আজমল খান, মির্জা আহমদ ইস্পাহানী ও ড. মুহাম্মদ ইনামুল হক (রহ.) প্রমুখ; ১১শ পর্বে কবি হাকিম ইসমাঈল হিলালী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আইনুদ্দীন আল আজাদ (রহ.); ১২শ পর্বে সাহিত্য ও সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ আবদুর রশীদ সিদ্দিকী, মাওলানা ওয়াহিদুয যমান কিরানভী ও মাওলানা মুহিউদ্দীন খান (রহ.) প্রমুখ এবং ১৩শ পর্বে ঈমানের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকী প্রমুখের দীপ্তিময় জীবনালেখ্যের সমাহার ঘটিয়েছেন তিনি।
এ বইটির একটি বিশিষ্ট দিক হলো এটি যদিও প্রধানত জীবনালেখ্য-কোষ; কিন্তু এর বাঁকে বাঁকে ফুটে ওঠেছে আলোচিত কীর্তিমানদের সমকাল, পরিবেশ ও জীবনযাত্রার সংক্ষিপ্ত অথচ সামগ্রিক চিত্র, মুসলিম বিশ্বের নানান জনপদের সমাজ-সংস্কৃতির রূপবৈচিত্র্য এবং বিভিন্ন রাজনীতি ও দ্বন্দ্ব-সংঘাতের রোমাঞ্চকর ঘটনাপ্রবাহ। প্রত্যেকের জীবনালেখ্যের উপসংহারে রয়েছে পাঠকবর্গের জন্য চিন্তা ও শিক্ষার নানান রসদ ও উপকরণ। তদুপরি বিষয়বস্তুর সূক্ষ্ম ও গভীর বিশ্লেষণ, ভাবের ব্যঞ্জনা, বাক্যের অপূর্ব গ্রন্থন ও ভাষার সাবলীলতা প্রভৃতি যেমন যে কোনো পাঠককেই মুগ্ধ করবে, তেমনি এর বাহ্যিক প্রচ্ছদ, মুদ্রণ, গেট আপ, সেট আপ ও ফ্ল্যাপ প্রভৃতি শৈল্পিক সৌকর্য সকলকেই আকর্ষণ করবে।
আমার প্রত্যাশা, লেখকের এ গ্রন্থটিও লেখকের অন্যান্য গ্রন্থের মতো পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হবে। আশা করি, বইটির মনোযোগী পাঠ যে কোনো পাঠকের জ্ঞানকে করবে সমৃদ্ধ, ঈমানকে করবে প্রদীপ্ত, অন্তরকে করবে বিকশিত, চরিত্রকে করবে অনিন্দ্য সুন্দর। আমরা সুবিজ্ঞ লেখকের নিকট আশা করবো, তিনি বইটির বাকি খণ্ডগুলো দ্রুত ধারাবাহিকভাবে বের করতে সচেষ্ট হবেন। এর মাধ্যমে পাঠকসমাজ কীর্তিমান মনীষীদের দেদীপ্যমান জীবনী অধ্যয়ন করে ব্যক্তি জীবন পরিগঠন ও সমাজ বিনির্মাণে সত্য ও সুন্দরের পথ নির্দেশনা লাভ করতে সক্ষম হবে, ইনশা আল্লাহ।
বইয়ের হ্রাসকৃত মূল্য: ৩৪৫ টাকা
প্রকাশক: আকাবির স্টাডিজ অ্যান্ড পাবলিশিং হাউস
যোগাযোগ: ০১৮১৯-৩৫৩৮৯৬
লেখক: শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়