জামেয়া ওয়েবসাইট

মঙ্গলবার-১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি-১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা/ছড়া

হিপ হিপ হুররে

হ. ম. সাইফুল ইসলাম মনজু

বসেবসে গা’স তুই হিপ হিপ হুররে,

কানপেতে শোন ঐ নিদারুণ সুর রে।

এইদিকে হইচই ঐদিকে ‘ধর’,

লালে লাল শোরগোল তুলে নেয় ছড়,

তাড়াতাড়ি ছাড় ওরে ছাড় বাড়িঘর

যদি চাস দেখে নিতে কর্ ঘুরঘুর রে,

বসেবসে গা’স তুই হিপ হিপ হুররে!

ওরে বাপু চুপ থাক্, ন্যায় যাক তল,

নাই তোর হাতিয়ার নাই তোর বল,

তারচেয়ে একদিকে পথ দ্যাখ্ চল

অসম যে দূরে থাক হলেও তা তূর রে

বসেবসে গা’স তুই হিপ হিপ হুররে!

চোখে দেখে সবকিছু সেজে র’বি মূক,

শোক-ব্যথা সয়ে সয়ে ফেটে যাক বুক

তবু তুই বেঁচে যাবি করে ধুকপুক

নতুবা ও প্রাণ যাবে হাতে দ্যাখ ক্ষুর রে,

বসেবসে গা’স তুই হিপ হিপ হুররে!

যতদিন বেঁচে র’বি পালা আর বাঁচ্,

মুর্দা কি নড়েচড়ে! দিতে পারে নাচ্!

লাশে কভু লাগে নাকি শরমের আঁচ!

জানটাকে চিনে নিলি মান ঠেলে দূর রে

বসেবসে গা’স তুই হিপ হিপ হুররে!

এক কিশোরীর গল্প

গোফরান উদ্দীন টিটু

তুমি যখন ডাকো আমায় চুপ থাকি

তোমায় দেখে আড়ালেতে রূপ ঢাকি

দিনে দিনে হচ্ছি বড় কেমন যে

দিচ্ছে সাড়া,দিচ্ছে নাড়া কে মনকে?

আমি কি আর ছোট্ট আছি পুতুলটি

বড় হয়ে গেছি মায়ের তুতুলটি

ডাকছে ভূতু আয় রে তুতু নাচে যা

একটু না হয় আজকে মায়ের পাশে যা।

কোন কথাই শুনছি না এ কান পেতে

মন মরীয়া হচ্ছি নতুন গান পেতে।

গানে গানে মেতেই থাকি সারাক্ষণ

উতলা যে হয়েই আছে কিশোর মন।

ও গো কিশোর আজকে যতই ডাকবে ভাই

একটি কথাই শুনবে শুধু, সময় নাই।

মা

আজহার মাহমুদ

মাগো তুমি আমার কাছে

অতি মূল্যবান

তোমার জন্য দিতে পারি

আমার জীবন দান।

তোমায় আমি আমার চেয়ে

বেশি ভালোবাসি

তাইতো মাগো সকাল সান্ধ্য

তোমার কাছে আসি।

তোমার চেয়ে আমার কাছে

নাই তো কিছু দামী

আমার কাছে তুমিই সব

তুমিই অন্তর্যামী।

প্রেমাষ্পদা (মা)

হুসামুদ্দীন

যখন আমি দুখ-বিষাদে

মরি ধুঁকে ধুঁকে।

যখন দুখের নহরগুলো

হয় জারি এই বুকে।

যখন কাছে কেউ থাকে না

মানুষগুলো ধরার।

ঠুনকো ধরা বিদায় দিয়ে

কথা ভাবি মরার।

যখন আমি দুখের মাঝে

শান্তি কোথায় খুঁজি।

দুখের মাঝে বন্দি হয়ে

মরবো এখন বুঝি!

ঠিক তখনি আমার প্রেয়

প্রিয়ংবদা আসে।

কোকিল-সুরে ডাকে আমায়

ভাসায় প্রণয়-রাশে।

সান্ত¦নাতে মুগ্ধ করে;

মাথায় বুলায় হাত।

আমি তো হই আত্মহারা

শুনে মিষ্টি বাত।

প্রণয়িনী আর কেউ-ই নয়,

তিনি আমার মাজান।

দুঃখগুলো সব যাই ভুলে যাই,

যখন বলে-বাজান!

বিশ্ব মুসলিম

শওকত আলী

ওরে বিশ্ব মুসলিম জাগো

এক হও সবে বিশ্বময়,

তোমার কাজ ভুলে গিয়ে আজ

নিজেকে করিছ ক্ষয়।

তুমি তো সত্য-ন্যায়ের প্রতীক

তুমি হকের সেনানী বীর,

তুমি বলো সদা হকের কথা

কভু নত নাহি করো শির।

আজ দুনিয়ার দিকে দিকে

মুসলিম হচ্ছে লাঞ্চিত,

মানবতার নামে ওরা করছে

মুসলমানদের বঞ্চিত।

সাদা কালো সবে মোরা ভাই

বিভেদ নেই কোন আজ,

এক হও সবে, এক হও মুমিন

করু না কোন লাজ।

প্রিয় চাঁদ মামা

আরিফুল ইসলাম সাকিব

দিনের শেষে সন্ধ্যা নেমে

আসে যখন রাত,

আকাশকোণে চেয়ে দেখি

মিষ্টি একটি চাঁদ!

দূর আকাশে থাকো তুমি

ছড়াও জোছনা আলো,

তোমার আলোয় কেটে পড়ে

রাতের আঁধার কালো!

রাত্রি ভরে আলো ছড়াও

আকাশপানে হেসে,

সকাল হওয়ার আগেই আবার

ফিরো অন্যদেশে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ