জামেয়া ওয়েবসাইট

রবিবার-৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি-৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাওলানা মাহফুয আহমদ বিরচিত ইমাম বুখারী (রহ.) ও হানাফী মাযহাব

মাওলানা মাহফুয আহমদ বিরচিত ইমাম বুখারী (রহ.) ও হানাফী মাযহাব

মাওলানা মাহফুয আহমদ বিরচিত

ইমাম বুখারী (রহ.) হানাফী মাযহাব

লেখক        : মাওলানা মাহফুয আহমদ

গ্রন্থ             : ইমাম বুখারী (রহ.) হানাফী মাযহাব

প্রাপ্তিস্থান  : নিউ মাদানিয়া কুতুবখানা

৭/২ হাজী কুদরত উল্লাহ মার্কেট, সিলেট

মোবাইল   : ০১৭১২-২৭৫২১৯

বিনিময়     : ১৬০ টাকা মাত্র

পৃষ্ঠা           : ১২৮

আমার অত্যন্ত স্নেহভাজন লেখক মাওলানা মাহফুয আহমদ বিরচিত ইমাম বুখারী (রহ.) হানাফী মাযহাব শীর্ষক গ্রন্থটি পড়ার সুযোগ হয়েছে। এটি মূলত একটি গবেষণা গ্রন্থ। এ গ্রন্থে তিনি ইমাম বুখারী বর্ণিত হাদীস ও হানাফি মাযহাবের মাসায়েলগুলোর সাদৃশ্য, হানাফী মুহাদ্দিসীন থেকে ইমাম বুখারীর হাদীস গ্রহণ, সহীহ আল-বুখারীতে হানাফি মাযহাবের সমর্থন, হিলা বা কৌশল অবলম্বনে ওলামায়ে কেরামের অবস্থান, ইমাম বুখারী সমর্থিত হানাফি মাসআলাগুলোর সংক্ষিপ্ত সূচি তুলে ধরার প্রয়াস পেয়েছেন। এ ছাড়া হিবা, হিলা, রিকায, শাহাদত, তালাক, আইমান, ইকরা, যাকাত, বিয়ে, গাসব, শুফআ, বিচারক বিষয়ক মাসআলাগুলো যৌক্তিক বিশ্লেষণ ও পর্যালোচনা পেশ করেন। বিজ্ঞ লেখক তাঁর মূল্যায়নকে যুক্তিনির্ভর ও গ্রহণযোগ্য করার মানসে বিভিন্ন মনীষীর উদ্ধৃতি চয়ন করতে দ্বিধান্বিত হননি।

১২৮ পৃষ্ঠার এ গ্রন্থটি উপাত্তনিভর্র একটি আকর গ্রন্থ। মাওলানা মাহফুয আহমদ সাহেব যে কোন ব্যক্তি ও বিষয়ে তুলনামূলক পর্যালোচনা (Comperative study) করতে গেলে কখনো শালীনতার সীমা ছাড়িয়ে যাননি। প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে উক্তি খণ্ডন ও মার্জিত ভাষায় যুক্তি উপস্থাপন তাঁর লেখার অন্যতম বৈশিষ্ঠ্য। তাঁর ভারসাম্যপূর্ণ মানসের বিষয়টি আমার কাছে অত্যন্ত পছন্দনীয়। ইতোমধ্যে মাওলানা মাহফুয আহমদ সাহেবের ৫টি গ্রন্থ ছাপার অক্ষরে বেরিয়েছে। এগুলো হচ্ছে, হাদীসশাস্ত্রে ইমাম আবু হানিফা (রহ.), ইজতিহাদ ইমাম আবু হানিফা (রহ.), আদিল্লাতুল হানাফিয়া: তা’লীক তারাজামা, কুরআন-সুন্নাহর আলোকে পুরুষ মহিলার নামাযমাহাসিনুল বালাগা ফিল মাকামাতিল হারিরিয়া (আরাবি)। এসব গ্রন্থ আহলে ইলম ও বিদগ্ধ পাঠকমহলে সাড়া জাগিয়েছে।

আমার প্রতীতি ইমাম বুখারী (রহ.) হানাফী মাযহাব শিরোনামের গ্রন্থটি মাওলানা মাহফুয আহমদ সাহেবের অন্যান্য গ্রন্থের মত পাঠকমহলে গ্রহণযোগ্যতা পাবে। কায়মনোবাক্যে দু’আ করি এ গ্রন্থটিকে যেন আল্লাহ তায়ালা মকবুলিয়ত দান করেন এবং লেখককে আরো অধিকতর কলমি খিদমত করার তাওফিক দান করেন।

ড. আ ফ ম খালিদ হোসেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ