জামেয়া ওয়েবসাইট

রবিবার-৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি-১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আল জামিয়ার দিন-রাত

আল-জামিয়ার-দিন-রাত

ফেতনায়ে লা মাযহাবী শীর্ষক

বির্তক সেমিনার সম্পন্ন

১ আগস্ট’১৮ (বুধবার) বাদে এশা হতে জামিয়ার দারুল হাদীস মিলনায়তনে শু’বায়ে মুনাযারার ব্যবস্থাপনায় ফেতনায়ে লা মাযহাবী শীর্ষক বিতর্ক সেমিনার সম্পন্ন হয়েছে। সেমিনারে উভয় গ্রুপের প্রতিযোগীরা বিষয়ের পক্ষে-বিপক্ষে অত্যন্ত দক্ষতা ও নিপূণতার সাথে যুক্তি ও দলিল উপস্থাপন করেন। উক্ত বিতর্ক সেমিনারে প্রধান বিচাররকের দায়িত্ব পালন করেন জামিয়ার সিনিয়র শিক্ষক মাও. কাযী আক্তার হোছাইন (দা. বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার সহকারি পরিচালক আবু তাহের নদভী (দা. বা.)। বিতর্ক সেমিনারে প্রধান অতিথি সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, বর্তমান লা মাযহাবীরা সমাজে ফিতনা ছড়াচ্ছে। তাদের ফেতনা থেকে রেহাই পাচ্ছে না আমাদের তারুণ্যরা। এই লা মাযহাবীদের প্রতিহত করতে হবে ইলমি যোগ্যতা দিয়ে। বিতর্ক সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষা পরিচালক মুফতি জসিমুদ্দিন কাসেমী, মাও. জাফর সাদেক, মাও. মনজুর ছিদ্দিকী সাহেব প্রমুখ উস্তাদবৃন্দ। পরে প্রধান অতিথির মুনাজাতের মাধ্যামে বিতর্ক সেমিনার সমাপ্ত হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

৬ আগস্ট’১৮ (সোমবার) বাদে জোহর জামিয়ার কেন্দ্রীয় মসজিদে জামিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ (দা. বা.)-এর সভাপতিত্বে মাওলানা আফসার উদ্দীন সাহেবর সঞ্চালনায় সম্মিলিত কওমী মাদরাসা শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমীয়ার বোর্ড পরীক্ষায় জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে সেরা চল্লিশে মেধা তালিকায় স্থান লাভকারী শিক্ষার্থীদের মূল্যায়নে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া প্রধান ও শায়খূল হাদীস আল্লামা মুফতি আবদুল হালিম বুখারী (দা. বা.)। অনুষ্ঠানে পুরষ্কার বিতরণীপূর্বক শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন, প্রিয় তালিবে ইলমরা তোমাদেরকে হতে হবে আগামীর কাণ্ডারী, মুবাল্লিগে ইসলাম ও মুহাদ্দিস-মুফাসসির। তাই তোমাদেরকে অযথা ঘোরাফেরা না করে সময়ের মূল্যায়ন করতে হবে, তবেই তোমরা সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছতে পারবে। এ জন্য প্রয়োজন কঠোর অধ্যবসায়। হাইআতুল উলয়ার বোর্ড পরিক্ষায় ছাত্ররা ভালো রেজাল্ট করে জামিয়ার ঐতিহ্যকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য হুজুর বিশেষ ভাবে শুকরিয়া জ্ঞাপন করেন। জামিয়া প্রধানের আলোচনা শেষে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে নগত অর্থ ও মূল্যবান কিতাবাদী তুলে দেওয়া হয়। এ সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি শামসুদ্দীন জিয়া (দা. বা.), আল্লামা আমিনুল হক (দা. বা.) ও মুফতি জসিম উদ্দীন কাসেমী সাহেব (দা. বা.) প্রমুখ। পরে সভাপতির মুনাজাতের মধ্য দিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

কোরবানির ফাযায়েল মাসায়েল শীর্ষক মোনাযারা অনুষ্ঠান সম্পন্ন

১১ আগস্ট’১৮ (শনিবার) বাদে মাগরিব জামিয়া ইসলামিয়া পটিয়ার মুনাজারা বিভাগের ব্যবস্তাপনায় জামিয়ার দারুল হাদীস মিলনায়তনে কুরবানির ফাযায়েলও মাসায়েল র্শীষক বিতর্ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জামিয়ার প্রবীন মুহাদ্দিস আল্লামা আমিনুল হক (দা. বা.)। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন,জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা কাযী আখতার হোসাইন (দা. বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ার মুঈনে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা আবু তাহের নদভী (দা. বা.)।

জামিয়ার ২০১৯ সালের আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরবর্তী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত তারিখে কোনো দীনী মাহফিল, সভা, সম্মেলনের দিন ধার্য না করার জন্য সকল প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের প্রতি জামিয়া প্রধান, শায়খুল হাদীস আল্লামা মুফতী আবদুল হালীম বোখারী (দা. বা.) অনুরোধ জ্ঞাপন করেন।

তথ্যসূত্র: ছানা উল্লাহ রিয়াদ

জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ