জামেয়া ওয়েবসাইট

রবিবার-৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি-১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আল জামিয়ার দিন-রাত

আল-জামিয়ার-দিন-রাত

তালিবে ইলমদের উদ্দেশ্যে জামিয়া প্রধানের অমূল্য নসীহত

২ জুলাই১৮ (সোমবার) জামিয়ার কেন্দ্রীয় মসজিদে জামিয়াপ্রধান,শায়খুল  হাদীস আল্লামা মুফতি আব্দুল হালীম বুখারী (দা. বা.) ছাত্রদের উদ্দেশ্যে নসীহত পেশ করেন। নতুন শিক্ষাবর্ষের ছাত্রদের উদ্দেশ্যে প্রদত্ত বয়ানে জামিয়াপ্রধান বলেন,নতুন বছরের শুরুতে নিয়ত ছহীহ করে মাওলার রেযামন্দির উদ্দেশ্যে লেখা-পড়া শুরু করতে হবে। প্রত্যেকটি কাজে-কর্মে সুন্নতের পাবন্দি করতে হবে। জামিয়ার কানুনের প্রতি শ্রদ্ধাশীল, মোবাইল ও সিয়াসতমুক্ত থাকতে হবে। হুযুর আরও বলেন, কঠোর পরিশ্রম ও নিয়মতান্ত্রিক অনুশীলনের মাধ্যমে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। হুযুরের আলোচনার সময় জামিয়ার আসাতিজায়ে কেরাম ও সকল ছাত্র উপস্থিত ছিলেন।

মহানবী (সা.) মানব না নূর’ শিরোনামে বিতর্ক সেমিনার অনুষ্ঠিত

৭ জুলাই ১৮ (শনিবার) আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার অন্যতম সংগঠন শুবায়ে মুনাজারার ব্যবস্থাপনায় দাওরায়ে হাদীস মিলনায়তনে মহানবী (সা.) মানব না নূর শিরোনামে এক যুগোপযোগী বিতর্ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উভয় গ্রুপের প্রতিযোগীরা বিষয়ের পক্ষে-বিপক্ষে তথ্য ও তাত্ত্বিকভাবে যুক্তি উপস্থাপন করেন। জামিয়ার যুক্তি ও তর্ক বিভাগীয় প্রধান শারেখুল হাদীস আল্লামা রফিক আহমদ সাহেব (দা. বা.)-এর সভাপতিত্বে মহানবী (সা.) ‘মানব না নূর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়, এতে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জামিয়ার সিনিয়র শিক্ষক আল্লামা কাযী আখতার হোসাইন সাহেব। অনুষ্ঠান শেষে প্রধান বিচারক তাঁর সংক্ষিপ্ত আলোচনায় বলেন, মহানবী (সা.) হলেন মহামানব। তাঁকে শুধু নূর বলে ফেরেশতাদের কাতারে নামিয়ে দেয়া তাঁর শানে বেয়াদবিতুল্য। তিনি হেদায়তের দিকে নূর ঠিকই; কিন্তু তাঁর সৃষ্ঠি মাটি হতে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা। এই আকীদা অন্তরে বদ্ধমূল করতে হবে।

জামিয়ার ভর্তিকার্যক্রম সম্পন্ন পাঠদান শুরু

২৩ শে জুন ১৮ হতে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ১৪৩৯-৪০ হিজরী শিক্ষার্বষের র্ভতির্কাযক্রম শুরু হয়ে ২ জুলাই সম্পন্ন হয়েছে। এ বছর হিফজ ও নূরানী বিভাগ থেকে নিয়ে দাওরায়ে হাদীস (মার্স্টাস) ও বিভিন্ন তাখাস্‌সুসাত (উচ্চতর বিভাগ), উচ্চতর তাফসীর, উলূমে হাদীস, ইসলামী আইন গবেষণা (ইফতা), আরবী সাহিত্য, বাংলা সাহিত্য, ইংরেজী সাহিত্য, তাজবীদ-কেরাত এবং শর্টর্কোসসহ অন্যান্য বিভাগসমূহে প্রায় পাঁচ হাজার ছাত্র র্ভতি হয়েছে বলে জামিয়ার শিক্ষাবিভাগসূত্রে জানা গেছে। এদিকে ৪ জুলাই১৮ ১৪৩৯-৪০ হিজরী শিক্ষার্বষের পাঠদান আরম্ভ হয়েছে। ক্লাস শুরুর দিনে আসাতেজায়ে কেরাম দরসের সূচনায় ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বর্পূণ নসীহত পেশ করেন।

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া পটিয়ার অনন্য সাফল্য

৫ জুলাই ১৮ প্রকাশিত হাইআতুল উলয়ার কেন্দ্রীয পরীক্ষায় র্শীষ দশে ৩ জনসহ মেধাতালিকায় জামিয়ার মেট বারজন স্থান লাভ করেছে। এ বছর দাওরায়ে হাদীসেরপরীক্ষায় সম্মিলিত ০৬ র্বোড থেকে অংশ নিয়েছিলেন ২০ হাজার ৭৪৯ জন শির্ক্ষাথী। এদের মধ্যে ছাত্র ১৪৭৪৭ ও ছাত্রী ৬০০২ জন। উর্ত্তীণ হয়েছে ১৪৫৩৪ জন। উর্ত্তীণ হয়নি ৪৮৮৬ জন শির্ক্ষাথী। এছাড়া অনুপস্থিত ছিল ৯৩১ জন, স্থগিত ৩৮৩ জনের পরীক্ষা। ৪০ তম র্পযন্ত মেধাতালিকা ঘোষণা করেন সম্মিলিত র্বোড। এই সেরা চল্লিশে জামিয়া পটিয়ার মোট ১২ জন উর্ত্তীণ হয়। এর মধ্যে সেরা চল্লিশে র্শীষ দশেও স্থান পায় জামিয়া পটিয়ার ০৩ জন। যথাক্রমে ২য় স্থানে মুহাম্মদ খুবাইব রাজী, ৩য় স্থানে মু. আয়াতুল্লাহ ও ৮ম স্থানে মু. হুজাইফা। একই সাথে সম্মিলিত ৬ র্বোডের মধ্যে জামিয়া পটিয়া পরিচালনাধীন বাংলাদেশ কওমী মাদ্‌রাসা শিক্ষার্বোড ‘ইত্তেহাদুল মাদারিস’ পাশের হারে প্রথম স্থান অধিকার লাভ করেন।

জামিয়ার ২০১৯ সালের আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরবর্তী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত তারিখে কোনো দীনী মাহফিল, সভা, সম্মেলনের দিন ধার্য না করার জন্য সকল প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের প্রতি জামিয়া প্রধান, শায়খুল হাদীস আল্লামা মুফতী আবদুল হালীম বোখারী (দা. বা.) অনুরোধ জ্ঞাপন করেন।

তথ্যসূত্র: ছানা উল্লাহ রিয়াদ

জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ