জামেয়া ওয়েবসাইট

রবিবার-৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি-৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোর অপরাধ, ভাবতে হবে সমাজকে

কিশোর অপরাধ, ভাবতে হবে সমাজকে

মাহমুদুল হক আনসারী

ইদানিং আশংকাজনকভাবে কিশোর অপরাধ প্রবণতা বাড়ছে। কী শহর কী গ্রাম সবখানেই সমানতালে এ অপরাধ বাড়তে দেখা যাচ্ছে। কি সব কারণে কিশোররা ইদানিং বেশি করে অপরাধের দিকে অনুপ্রাণিত হচ্ছে সেদিকে সমাজ বিজ্ঞানীদের নজর দেয়ার প্রয়োজন আছে বলে মনে করছে অভিভাবক মহল। সাম্প্রতিক সময়ে এ বয়সের অপরাধ বৃদ্ধি পাওয়াতে অভিভাবক মহলসহ সকলেই উদ্বিগ্ন। যে বয়সে তারা শিক্ষাগ্রহণ করে বড় হওয়ার কথা ছিলো সে সময়ে তারা যখন অপরাধে জড়িয়ে পড়ছে তখন উদ্বিগ্ন না হওয়ার কোনো উপায় নেই। শিশু-কিশোর যুবক এ বয়সে সাধারণত তারা অন্যের কাছ থেকে বেশি শিখতে ও অনুসরণ করতে চায়। বড়জনরা যা করেন তাই তারা করতে ও শিখতে চায়। কিশোর যুবকদের তাদের বয়সে সিনিয়র ভাইয়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব সমিতিতে নানা কর্মকাণ্ডে ব্যবহার করে থাকে। পরিবার সমাজে বড়দের কার্যক্রম এ বয়সে অনুসরণের চেষ্টা করে থাকে। টিভির পর্দার বিভিন্ন সিনেমা, বই, চরিত্র তারা দেখে।

এসব অনুষ্ঠান বই সিনেমা দেখে অনেক সময় কিছু কিছু চরিত্রের প্রতি তারা অনুপ্রাণিত হয়। এসব সিনেমা যারা নির্মাণ করে তারা কী কারণে অপরাধ সংঘটিত করে সিনেমা নির্মাণ করে তা আমার বুঝে আসেনা। কিশোর বয়সের ছেলেরা বোঝে উঠে না কোনটা অপরাধ কোনটা অপরাধ না। অনুশীলন ও চর্চা করে তারা তাদের দৈনন্দিন জীবনে সহকর্মীদের সাথে নিষ্ঠুর ও কঠোর হয়ে উঠতে চেষ্টা করে। যাদের সাথে তাদের উঠা বসা যাদেরকে তারা বিভিন্ন ক্ষেত্রে বড় ভাই হিসেবে ধরে নেয়, অনেক সময় তাদের চরিত্র অনুসরণ করতে গিয়ে অপরাধে জড়িয়ে পড়তে দেখা যায়। স্কুল আঙিনা, খেলার মাঠ, সামাজিক অনুষ্ঠান আড্ডা স্থানেও সামান্য কথা কাটাকাটির বিতর্কে একে অপরের প্রতি শারীরিকভাবে আক্রমণ করতেও দ্বিধাবোধ করছে না। সেখান থেকে পর্যায়ক্রমে খুনাখুনির পর্যায় চলে যেতে দেখছি আমরা।

লেখাপড়া অবস্থায় তাহলে তারা এসবের অনুশীলন অনুপ্রেরণা কোথা থেকে পাচ্ছে, কারা তাদের এসব খারাপ চরিত্র শিখাচ্ছে সেটায় এখন নজর দিতে হবে। সেখান থেকে তাদের দূরে রাখা, বারণ করা সকলের দায়িত্ব। অভিভাবক ও সমাজ এখনিই যদি এসব বিষয় চিন্তা করে তাদের প্রতি শুদ্ধি ব্যবস্থা না নেয় তাহলে এ কিশোর অপরাধীরা আরো ভয়ংকর অপরাধী হিসেবে বেড়ে উঠবে।

এখন কথা হলো মাত্র কয়েক বছর আগের সময়ে যদি আমরা তাকাই তাহলে তখনকার ছাত্র কিশোর যুবকদের মাঝে এতো অপরাধের প্রকোপ ছিলনা। সামান্য ধরনের ঝগড়া হলেও তা ছোটখাটো ভাবেই থাকতো এবং সামান্য পরিসরেই শেষ হয়ে যেতো। কিন্তু মাত্র এক দশকের মধ্যে মনে হয় এসব অপরাধ বেড়েই চলছে। তাহলে কেন এ অপরাধ প্রবণতা বাড়ছে সেদিকে আমাদের নজর দেয়ার সময় হয়েছে। তখন ও শিক্ষাকেন্দ্র ছিলো, এখনো আছে। তখনও ধর্মীয় মূল্যবোধ ছিলো এখনো ধর্মীয় প্রতিষ্ঠান আছে। বরং আরও বৃদ্ধি পেয়েছে। তখনও বয়ান, ভাষণ, বক্তব্য, উপদেশ ছিলো, এখনো আছে। কিন্তু একটি জায়গায় মনে হয় সমাজ পিছিয়ে পড়ছে। আরো বাড়ছে শিক্ষাকেন্দ্র।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতার শিক্ষা যত বেশি কমে যাচ্ছে ততই কিশোর যুবক ছাত্ররা বেশি হারে অপরাধে জড়ীয়ে পড়ছে। তাহলে এর জন্য দায়ী কারা? আগের দিনে পরিবারের পক্ষ থেকে ছেলে সন্তানদের নৈতিক শিক্ষা উপদেশ দেয়া হতো। সকাল বেলায় মক্তব নামক প্রাথমিক ধর্মীয় শিক্ষায় ছেলে সন্তানদের পাঠানো হতো। প্রাথমিক ধর্মীয় শিক্ষায় অনেক উপদেশ ধর্মীয় কথা বলা হতো। বয়স্ক সিনিয়ারদের সাথে কী ভাবে কথা বলতে হয়, তা শেখানো হতো। শিক্ষা আর তালিমের মাধ্যমে অনুশীলন চর্চা করানো হতো।

ঘরে বাইরে সন্তান, ছাত্রদের আদব আখলাক শিক্ষা দেওয়া হতো। রাস্তা ঘরে বয়স্ক মুরুব্বীদের সাথে সাক্ষাৎ হলে কীভাবে কুশল বিনিময় করতে হয় সে সব বিষয়ে বাস্তবে শিক্ষা ছিলো। এখন কিন্তু সে মক্তব শিক্ষা এক প্রকার নেই। তখন ঐ মক্তব শিক্ষায় ধনী গরীব সব ধরনের পরিবারের ছেলে সন্তানরা দল বেধে শিক্ষা নিতে দেখা যেতো। সে মক্তব বা ভোরের শিক্ষায় যারা অংশ গ্রহন করতো তারা কখনো কিশোর অপরাধ, যুব অপরাধ, ইভটিজিং, সন্ত্রাস, অস্ত্রবাজি, জঘন্য প্রকৃতির অপরাধ করতে চোখে পড়তো না। এখন যখন ওইসব সন্তানরা ভোরে উঠে কেজি স্কুল, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, নানা স্কুলে গিয়ে পড়ছে তখন ওই মক্তব শিক্ষা প্রায় শূন্যের কোটায় চলে এসেছে।

এখন যারা যায় তারা নিতান্ত গরীব দুস্থ, অসহায় পরিবারের সন্তানরা। যারা মক্তব শিক্ষা ভোর বেলায় গ্রহণ করেই পরিবারের কাজে জড়িয়ে পড়ে তাদের পক্ষে আর অন্যসব লেখা পড়ায় আর সুযোগ হয় না। এমন ধরনের মাত্র ১ পার্সেন্ট ২ পার্সেন্ট গরীব সন্তানরাই কিছু কিছু মক্তবে ধর্মীয় শিক্ষা নিয়ে থাকে। বলতে গেলে সকলের কেজি নামক স্কুল বিদ্যালয়ের শিক্ষার ফলে এখন মক্তব নামক ভোরের শিক্ষা,প্রায় বন্ধ। যে উদ্দেশ্য মক্তবের শিক্ষা ছিল তাও এখন আর সমাজ পাচ্ছে না। মক্তবের শিক্ষার নীতি আদর্শ নৈতিকতা যা সমাজ ও শিক্ষার্থীরা পেতো ফলে তাও এখন বন্ধ। তাহলে ওই সকল কিশোর যুবকগণ নৈতিক শিক্ষা কোন প্রতিষ্টান থেকে গ্রহণ করবে? নৈতিক শিক্ষার কেন্দ্র বর্তমান সময়ে নেই বললেই বেশি বলা হবে না। কারণ কেজি জাতীয় স্কুলে যেসকল পাঠ্য বই দেওয়া আছে সেখানে নৈতিক শিক্ষার কোন সিলেবাস পাওয়া যাবে না। যা পড়ানো হয় সবই বাংলা, ইংরেজি, অঙ্ক ও সমাজ ইত্যাদি বিষয়ে নির্ধারিত টাকা খরচের মাধ্যমে শিক্ষা আর শিক্ষকরাও নির্দিষ্ট বইয়ের বাইরে গিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। কারণ স্কুলের সিলেবাসের পাঠ শিখতেই সেখানে ছাত্রদের হিমশিম খেতে হয়।

যে শিক্ষায় কোনো সময় পায়না গল্প করার মতো সেখানে নৈতিকতার শিক্ষা কী করে শিক্ষক ছাত্রদের দেবেন সে সুযোগ নেই। তাহলেই বলতে হবে এখন নৈতিক শিক্ষা দেয়ার সময় পরিবেশ দুটোই সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ। এখানে ছাত্র কিশোর যুবকদের দোষ দিয়ে কোনো লাভ নেই। এ বিষয়ে দোষী সমাজ ও অভিভাবক বলে আমি মনে করি। তাহলে সমাধান কী? আমরা বেশি আধুনিক হয়ে গেছি, বেশি ধরনের দুনিয়ার শিক্ষায় আকৃষ্ট হয়ে পড়ছি, ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়া ও নেয়ার কথা একেবারেই ভুলে গেছি। পরিবার ও সমাজকে সেই পুরোনো ধর্মীয় ও মূল্যবোধ শিক্ষার দিকে ফিরে যেতে হবে।

পারিবারিক ও প্রাতিষ্ঠানিকভাবে যুবক কিশোর ছাত্রদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় আকৃষ্ট করতে হবে। তাদের সময় ও সিলেবাস নিয়ে নতুন করে ভাবতে হবে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী সমাজ  সচেতন সকলকেই এগিয়ে আসতে হবে। ধর্মীয় শিক্ষা মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। পরিবার থেকে এ উদ্যোগ প্রথমে নিতে হবে। সামাজিক শান্তি, শৃঙ্খলা মূল্যবোধ প্রতিষ্ঠায় কিশোর যুবকদের এখন থেকেই তাদের প্রতি দায়িত্ব পালন না করলে কোনো অবস্থায় এ অপরাধ প্রবণতা কমবার মতো কোনো লক্ষণ দেখছি না। সাথে অবশ্যই বিদেশি দেশি সিনেমা অপরাধ জাতীয় চরিত্র দূর করতে হবে। খুন হত্যা করার মতো জঘন্য চরিত্র এসব সিনেমা বা নাটক হতে বাদ দিতে হবে। এ ধরনের চিন্তা চেতনা সমাজ বিজ্ঞানীদের তৈরি করা দরকার। তবেই হয়তো বা সমাজ অভিভাবক মহল কিছুটা হলেও কিশোর যুবকদের একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণে রাখতে পারে; যা এখনি সমাজ ও রাষ্ট্রের ভাবা প্রয়োজন। তাহলেই আগামী দিন ও সমাজ সুন্দর হবে। শঙ্কামুক্ত চিন্তা ও পরিবেশে সমাজ এগিয়ে যেতে পারবে। অন্যথায় এ সমাজ এভাবে চলতে থাকলে একটা সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। তখন আর কিছুই করার থাকবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ