জামেয়া ওয়েবসাইট

রবিবার-৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি-৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আল-জামিয়ার দিন-রাত

আল-জামিয়ার-দিন-রাত

পরীক্ষা পরবর্তী জামিয়ার দরস প্রদান শুরু

৪ নভেম্বর শনিবার হতে জামিয়ার সকল বিভাগে পুরো উদ্যমে দরস প্রদান শুরু হয়েছে। কওমী মাদরাসার সধারণ নিয়ম অনুযায়ী সফর মাসের প্রথম সপ্তাহে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষা পরবর্তী তিন দিনের সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে ছাত্ররা নির্ধারিত সময়ে মাদরাসায় পৌঁছেছে। এবং যাতায়াতের পথে কোনো ধরণের দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। প্রথম দিনের দরসে ছাত্রদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। ছাত্ররা এখন প্রাণবন্ত ও উচ্ছ্বসিত। তারা নব উদ্দমে পরীক্ষাপূর্ব সময়ের ন্যায় পাঠ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।

এ দিকে তালিমাত (শিক্ষা-বিভাগ) এর প্রধান আল্লামা শামসুদ্দীন জিয়া (দা. বা.) পরীক্ষাপূর্ব সময়ের ন্যায় প্রতিদিনের দরসকে ভালোভাবে আত্মস্থ করার নিমিত্তে তাকরারের (সামষ্টিক পাঠের) প্রতি গুরুত্বারোপ করেছেন। আর ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বশীল উস্তাদদেরকে তদারকি করার পরাপর্শ দিয়েছেন।

 

মুহিউস সুন্নাহ মাওলান মাহমুল হাসান (দা. বা.)-এর জামিয়া পরিদর্শন

হাকিমুল উম্মত হযরত মাওলান শাহ আশরাফ আলী (রহ.)-এর শেষ খলীফা মাওলানা শাহ আবরারুল হক (রহ.)-এর খলীফা ও যাত্রবাড়ি মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ মাওলান মাহমুল হাসান (দা. বা.) ১৯ নভেম্বর রবিবার জামিয়া পরিদর্শন।

বাদে আসর মেহমানের সম্মানার্থে জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন জামিয়ার মুহাদ্দিস ও নাজেমে দারুল ইকামা আল্লামা আবু তাহের নদভী (দা. বা.)।

ছাত্রদের উদ্দেশ্যে প্রদত্ত সংক্ষিপ্ত নসিহতে তিনি ছাত্রদেরকে সুন্নতের পাবন্দি হওয়ার প্রতি জোর তাগিদ প্রদান করেন। এবং ওলামায়ে ছু এর আলামত বর্ণনা করে তা থেকে বেঁচে থাকার পরামর্শ প্রদান করেন। সাথেসাথে দীন ও ইসলামের মান অক্ষুণ্য রাখতে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজনীয়তার কথাও বলেন। তিনি রইসুল জামিয়ার সুদক্ষ পরিচালনা এবং জামিয়ার সকল কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ।

 

প্রথম সাময়ীক পরীক্ষার ফল প্রকাশ

১৬ নভেম্বর বৃহস্পতিবার ও ১৯ নভেম্বর রবিবার দু’দফায় জামিয়ার তালিমাত বিভাগ প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করেছে। প্রথম সারিতে উত্তীর্ণ শিক্ষর্থীরা আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি কর্তৃপক্ষেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

উল্লেখ্য যে, জামিয়া-কর্তৃপক্ষের পক্ষ থেকে বছরের শুরুলগ্নেই প্রতম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত কররা ঘোষণা দেওয়া হয়েছে।

 

দ্বিতীয় সাময়িক পরীক্ষার তারিখ ঘোষণা

২৭ নভেম্বর সোমবার জামিয়ার তালিমাতের পক্ষ থেকে নাজিমে তালিমাত আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া (দা. বা.) ১৪৩৮-৩৯ (২০১৭-১৮) শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন।

তিনি বলেন, মাদরাসার সালানা জলসার পূর্বেই আগামী ২০ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত টানা ছয় দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেমতে উস্তাদদেরকে নির্ধারিত সময়ের পূর্বে নির্ধারিত নেসাব সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ছাত্রদেরকে পরীক্ষার যথাযথ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

জামিয়ার আন্তর্জাতিক ইসলামি সম্মেলন

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দীনি শিক্ষানিকেতন, হাজারো আলেমে দীনের দীনি মাতৃক্রোড় ও আধ্যাত্মিকতার বাতিঘর আল-জামিয়া আল-ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম ) পটিয়ার আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও জুমাবার) ২০১৮ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। জামিয়া-কর্তৃপক্ষের পক্ষ থেকে উক্ত মহতি জলসায় সকল ধর্মপ্রাণ মুলমান ভাইয়ের প্রতি দীনি দাওয়াত রইল।

 

তথ্যসূত্র: নূর আহমদ তালহা

জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ