জামেয়া ওয়েবসাইট

বৃহস্পতিবার-১২ই শাবান, ১৪৪৬ হিজরি-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা/ছড়া

মাহমুদুল হাসান নিজামীর কবিতা

ভাগ

সবাইকে যেইজন সর্বদা পেতে চায়

তাহারো ভাগেতে একজনও কেহ নাই।

হৃদয়টা পোড়ে ছাই

জীর্নতে হবে কায়।

কাশবন নাশ হবে কেয়াবন সিয়া

যাতনায় ধড়ফড় করিবে হিয়া।

জীবনটা আফসোস অযথা হায় হায়

হারাবে সবকিছু সবযে পেতে চায়।

দুই নিয়মের রুবাইয়াত

এক

হতাশার প্রহরগুলো মরণের সাকরাত

তিমির ধরনী অমানিশার রাত।

আশ্বাসে বেচে আছে ভরসার দীপ

যদি ফের ফিরে আসে স্বপ্নীল প্রভাত।

দুই

কখনো কভু কারোকারো হাসি

হয়ে যায় সর্বনাশী।

মধ্যদুপুরে কভু অনুভবে আধার

দুর্ভাবনা যখন ঘিরে ফ্যালে বারবার।

নিমিষে হারাই

ইয়াকুব বিন ইবরাহীম

আমার নির্ঘুম চোখ সদা জাগ্রত জোছনার আলোয়-

ক্লান্ত চাঁদের ডানা থেকে খসে পড়া শুভ্র পালকের মতো।

একা একা দোল খাই খেয়ালী বাতাসে,

সবুজ ঘাসের ডগায়।

মেঘবালিকার এলো চুলে তারার মিছিল হয়ে,

পৌঁছে যায় স্বপ্নীল দিগন্তে।

বিষন্ন রাতে আমি একা একা গুমরে কাঁদি।

পাখীর ঠোঁটে বিদীর্ণ নৈঃশব্দের প্রহর শেষে,

গাঢ় সবুজ অরণ্যের নেমে আসে ঝলমলে আলো

আমাকে ছুঁয়ে যায় পরম আদরে।

কুয়াশার চাদরে মোড়া ফসলের মাঠে,

নবান্নের সৌরভে মেতে উঠি আমি সহসাই।

আমার নির্ঘুম দু’চোখ ছুঁয়ে যায় সূর্যের আলো-

মেঘবালিকার পরশে।

সিক্ত আমি ভোরের শিশির,

রৌদ্রের খরতাপে নিমিষে হারাই।

আমাদের উস্তাদ

মুনিরুল হক নকী

বিশ্ব বাসীদের মাঝে যেন তোমরাই হীরা-মোতি,

মূর্খতার অন্ধকারে যেন জ্বালিয়েছ আলোর বাতি।

স্নেহ, মায়া, মমতা আর ভালবাসায় জড়িয়ে,

আমাদের মাঝে দিয়েছ জ্ঞানের আলো ছড়িয়ে।

জ্ঞানের সফলতা অর্জন তোমাদের মাঝে পাই,

তোমাদের সেই ছড়ানো জ্ঞান কুড়িয়ে নিয়ে যাই।

হেদায়তের পথে চলা শিক্ষা পাই তোমাদের মাঝে,

হেদায়াতের কথা শুনে হৃদয়ে প্রশান্তির বীণাবাজে।

পেয়েছি আমরাই তোমাদের কারণে সেই নূর,

সকালবেলা ভেসে আসে কোআনের মধুময় সুর।

হৃদয় রাজ্যে জ্বলছে যেন আলোর প্রদীপ মালা,

তোমরা দেশ থেকে দূর করেছো অশ্লীলতার মেলা।

দেশের অসহায়ের মাঝে বাড়িয়ে দিয়েছো হাত,

কোরান হাদীস দিয়ে পূরণ করেছো সমস্যার খাদ।

সত্যের পথেই জীবনকে গড়তেই আমরা চাই,

অন্যায়, অবিচারকে রুখে দাঁড়ানোর শিক্ষা পাই।

লাখো মানুষের মাঝে তোমরাই পূর্ণিমার চাঁদ,

সুখি, সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি তুলি দু-হাত।

মাওলা তোমার পাগল আমি

কাজী সিকান্দার

ভালবাসার কাব্য লিখি

 প্রেম সাগরে সাতার কাটি।

হৃদয় তোমার বসত গড়ি

মাওলা তোমার পাগল আমি।

রাত গভীরে তাসবীহ হাতে

গুনে গুনে স্মরণ করি।

 মাওলা তোমায় ভালবাসি

মাওলা তোমার পাগল আমি।

সুরে সুরে মাতম তুলি

হৃদয় গহীনে স্বপ্ন দেখি।

এশকে তোমার মজনু আমি

মাওলা তোমার পাগল আমি।

ফুলে ফুলে মালা গাথি

শব্দে শব্দে কথা বুনি।

প্রেম যাতনার দুঃখ ভুলি

মাওলা তোমার পাগল আমি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ