জামেয়া ওয়েবসাইট

সোমবার-৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি-১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা

এই কী আমার দেশ

আবদুল হালীম খাঁ

হায়! এই কী আমার দেশ

ইচ্ছে করে রেগে টেনে ছিঁড়ি

নিজেরই মাথার কেশ!

দিন-রাত শুনছি ঠুস ঠুস

অফিসে হয় না কাজ

কর্তাকে না দিলে ঘুষ।

সত্য কথা যায় না বলা

পথে ঘাটে যায় না চলা,

সবার বুকে দুঃখ দলাদলা

কর্তার কথায় শুধু ছলাকলা।

জিনিস-পত্রে আগুন আর আগুন

শহর-গ্রামে হচ্ছে গুম-খুন,

সবখানে পাতা মরণফাঁদ

ধর্ষিতা নারীদের শুনছি আর্তনাদ।

ঘরের বাইরে গেলেই লাগে গুলি

ভাঙে হাত-পা উড়ে মাথার খুলি,

ঘরে থেকেও শান্তি নাহি পাই

কখন কি যে ঘটে ভাবছি তাই।

বেকারদের শুধুই হাহাকার

কারো হাতে কাজ নেই যে আর,

কোর্টে এখন নেই ন্যায়বিচার

ঘরে ঘরে জনতার চিৎকার।

বিচার চাইতেও ভয়

পুলিশের মার খেতে হয়,

স্বাধীনতা বলো তো কাকে কয়

সেই কথাটা বলতে লাগে ভয়।

রক্তে কেনা এই কি আমার দেশ

ইচ্ছে করে টেনে ছিঁড়ি

নিজের মাথার কেশ!

সমস্যা

মাহমুদুল হাসান নিজামী

বড় হওয়া বেশি জানা

সমস্যাটা একটু হয়

সমকক্ষ নাহি হইলে,

বন্ধু তাহার নাহি রয়।

আমায় নিয়ে এই বাণীটা

বললো সেদিন অজয় দা,

কবি তিনি সজ্জন

বাড়ি তাহার কলকাতা।

পণ করেছি

জাবের আজিজ

পণ করেছি আজ থেকে

কারো ক্ষতি করবো না।

বর্বরতার কোপানলে

ঘৃণার বহর ধরবো না।

পণ করেছি, লোকের মনে

কষ্ট কভু দেবো না,

কষ্ট দিয়ে কারো থেকে

ঘৃণা শত নেবো না।

পণ করেছি, কোন দিনও

হঠকারিতা করবো না,

হঠকারিতার ডানায় চড়ে

দুঃখের মালা পরবো না।

পণ করেছি, দাম্ভিকতায়

ন্যস্ত কভু থাকবো না,

অহমিকার ঘোর-তিমিরে

নিজেকে বুঁদ রাখবো না।

পণ করেছি, দীনের পথে

থাকব অটল সর্বদাই,

প্রয়োজনে দীনের তরে

অনায়াসে মরব ভাই।

মৃত্যুর বুকে জীবনের উত্থান

আবদুল্লাহ আল জামিল

কোনো ঔষধে সাড়ছে না অসুখ

মা বললেন আত্মহত্যা ছাড়া মুক্তি নেই তোর।

আমি অবাক হলাম!

কোনো মা কি পারেন সন্তানকে আত্মহত্যার নির্দেশ দিতে?

কিন্তু আমার বেলায় ঘটলো তাই।

মায়ের আদেশ পালনে আত্মহত্যার যথাযোগ্য ক্ষেত্র না পেয়ে

নিজের আত্মাকে দলামছা করে আনুগত্যের যাঁতাকলে পিষে যাচ্ছি

আশ্চর্য! রক্তের পরিবর্তে বেরুচ্ছে কামের গলিত পুঁজ

বেরুতে বেরুতে বেরুতে আত্মা হয়ে ওঠলো সবুজ।

কে মারতে পারে সবুজকে?

না, পারলাম না নিজেকে মেরে ফেলতে

অথচ, মায়ের নির্দেশ আত্মহত্যার!

এবার রাতকে দড়ি বানিয়ে গলায় পরে ঝুলে পড়লাম তাতে

কিন্তু অবাক বিস্ময়ে দেখি রাতের বুকে মৃন্ময়ী হাল্লাজ

এশকের মদ দিয়ে ধুয়ে দিলেন আত্মাকে

কাম ক্রোধ লোভ মোহ এখন সুবোধ

হে রহস্যের রাজাধিরাজ!

আগুনে লাফিয়ে পড়লে আগুন হয়ে যায় পুষ্পবিতান

সমুদ্রে ডুবে যেতে চাইলে নূহের মৎস এসে বুকে তুলে নেয়

আমার সাথে এ কেমন উপহাস?

আওয়াজ এলো! এর নাম আত্মশুদ্ধি

ফলত তুমি মরতে এসে হয়েছো অমর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ