জামেয়া ওয়েবসাইট

সোমবার-৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি-২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আল-জামিয়ার দিন-রাত

৪০তম হিফযুল কুরআন ১০ম হিফযুল হাদীস প্রতিযোগিতা ২৬, ২৭ ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া কর্তৃক পরিচালিত বাংলাদেশ তাহফীযুল কুরআন সংস্থার ব্যবস্থাপনায় ৪০তম হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২০ আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ। প্রতিযোগীদের নাম-ঠিকানা, প্রতিষ্ঠানের সীলমোহর ও মোবাইল নাম্বারসহ ১০ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবারের মধ্যে সংস্থার প্রধান কার্যালয়ে পৌঁছাতে বলা হয়েছে। যদি কোনো ফরম ই-মেইল করে পাঠানো হয় তাহলে স্ক্যানিং করে পাঠাতে হবে।

একই সাথে আগামী ২৮ ফেব্রুয়ারি (জুমাবার) হিফযুল হাদীস প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার জন্য সংস্থা কর্তৃক সংকলিত ‘নির্বাচিত হাদিস সংকলন’ বইটি নির্ধারিত থাকবে। বইটি সংস্থার কার্যালয় ও পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে সংগ্রহ করা যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে যথাযথ প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট মাদরাসাসমূহের প্রতি সংস্থার সেক্রেটারি জেনারেল আল্লামা ওবায়দুল্লাহ হামজাহ (দা. বা.) উদাত্ত আহ্বান জানিয়েছেন।

যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আল্লামা আবদুল হাফীয মক্কী (রহ.)-এর দুই সুযোগ্য সাহেবজাদার জামিয়ায় আগমন

১৮ জানুয়ারি ২০২০ (শনিবার) যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আবদুল হাফীয মক্কী (রহ.)-এর দুই সুযোগ্য সাহেবজাদা তাঁদের ব্যক্তিগত সফরে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় আগমন করেছেন। ওই দিন বাদ ফজর বড় সাহেবজাদা হযরত আল্লামা ওমর মক্কী (দা. বা.) ছাত্রদের উদ্দেশ্যে নসীহত পেশ করেন। তিনি তাঁর বয়ানে বলেন, ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম।

নবী কারীম (স.)-এর মৌলিক চারটি কাজের একটি হচ্ছে, আত্মশুদ্ধি। আমাদের আকাবেরগণ  একনিষ্ঠভাবে ইলম অর্জন করেই ক্ষান্ত ছিলেন না। বড় বড় শায়েখের হাতে হাত রেখে তাসাউফের সবক অর্জন করেছেন। কাজেই আমাদেরকেও আত্মশদ্ধি অর্জন করতে হবে।

পরে মেহমানবৃন্দ জামিয়ার উস্তাদগণের সঙ্গে সৌজন্য  সাক্ষাতে মিলিত হন এবং আল্লামা শামসুদ্দীন জিয়া (দা. বা.)-এর তত্তাবধানে পুরো মাদরাসা পরিদর্শন করেন। মাদরসার মনোরম পরিবেশ দেখে মেহমানবৃন্দ অত্যন্ত খুশি হয়েছেন।

আল-হাইআতুল উলিয়ার কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী (রহ.)-এর ইন্তেকালে জামিয়া প্রধানের শোক প্রকাশ দুআয়ে মাগফিরাত

আল-হাইআতুল উলিয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড  (বেফাক )-এর সিনিয়র সহ-সভাপতি, শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী (রহ.) ৩১ ডিসেম্বর ২০১৯ (সোমবার) রাত ১.৪০ মিনিটে ঢাকা আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে জামিয়াপ্রধান ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (ইত্তেহাদ)-এর সেক্রেটারি জেনারেল আল্লামা মুফতী মুহাম্মদ আবদুল হালীম বোখারী (দা. বা.) গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আল্লামা আশরফ আলী (রহ.)-এর ইন্তিকালে বাদে ফজর জামিয়ার জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দুআ ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: আবদুর রহমান বিন ইউনুছ

জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ