জাতীয় সীরাত পুরস্কার প্রদান করুন
সর্বশ্রেষ্ট ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলার রহমতস্বরূপ। জাহিলী যুগে আবির্ভূত হয়ে তিনি সত্য ও আলোর বন্ধনা করেন। তিনি গোঁড়ামী, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, নিপীড়ন, বঞ্চনা, বৈষম্যের শৃঙ্খল ভেঙ্গে মানবাধিকারের মুক্তিবার্তা বহন করেন। শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ, ধনী-নির্ধন, প্রভু-ভৃত্য, আমীর-ফকীরের জাত্যাভিমানের ভেদাভেদ গুছিয়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
৬২২ খ্রিস্টাব্দে মদীনায় হিযরতের অব্যাবহিত পর মহানবী (সা.) পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত বিভিন্ন গোত্র-উপগোত্র ও ধর্মমতের জনগোষ্ঠীকে একই বিধিবদ্ধ আইনের অধীনে আনার জন্য প্রণয়ন করেন মদীনা সনদ (The Charter of Madinah)| এটাই ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। এর পূর্বে শাসকের মুখোচ্চারিত কথাই ছিল রাষ্ট্রীয় আইন। ‘জোর যার মুল্লুুক তার’ এটাই ছিল রাষ্ট্র ও সমাজের শাসনীতি। ইতিহাস প্রমাণ করে এই ঐতিহাসিক সনদ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিবদমান কলহ ও অন্তর্ঘাতের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি, প্রগতি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি করে। উগ্র সাম্প্রদায়িকতা, গোত্রীয় দম্ভ, ধর্মবিদ্বেষ ও অঞ্চল প্রীতি মানবতার শত্রু ও প্রগতির অন্তরায়। মদীনা সনদ এ দুষ্ট ক্ষতগুলোকে মুছে ফেলে এবং সামাজিক নিরাপত্তা, অসাম্প্রদায়িক চেতনা ও রাষ্ট্রীয় স্বাধীনতাকে নিশ্চিত করে। সনদের প্রতিটি ধারা পর্যালোচনা করলে মহানবী (সা.) এর মানবাধিকার ঘোষণার প্রকৃষ্ট পরিচয় প্রতিভাত হয়। ১২১৫ সালের ম্যাগনা কার্টা, ১৬২৮ সালের পিটিশন অব রাইট ১৬৭৯ সালের হেবিয়াস কর্পাস এ্যাক্ট, ১৬৮৯ সালের বিল অব রাইটস এবং ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণা (Universal Declaration of Human Rights)-এর চৌদ্দশ’ বছর আগে মানবতার ঝান্ডাবাহী মহানবী (সা.) সর্বপ্রথম মানুষের আর্থ-সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অধিকার ঘোষণা করেন। পরস্পর বিরোধী ধর্ম সম্প্রদায়ের মধ্যে মহানবী (সা.) কর্তৃক সম্পাদিত এ সনদ সমগ্র মানবমণ্ডলী ও অখণ্ড মানবতার এক চূড়ান্ত উত্তরণ।
পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। এ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর হৃদয়ের স্পন্দন মহানবী (সা.)। প্রাণের চাইতে তাঁরা হযরতকে ভালবাসেন। তাঁদের জীবনধারায় প্রিয় রাসূলের (সা.) সুন্নাত ও আদর্শের অনুসরণ লক্ষ্য করার মত। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে অনেক পুরস্কার ও জাতীয় পদক প্রদানের রেওয়াজ চালু আছে। অনেক কবি, সাহিত্যিক ও বরেণ্য মণীষীদের জীবনচরিত রাষ্ট্রীয় পর্যায়ে সাড়ম্বরে আলোচিত হয়। আমাদের প্রিয়নবী (সা.)-কে নিয়ে ১২ রবিউল আওয়াল গথবাঁধা কিছু কর্মসূচি পালন করা হয় যা কোনক্রমে ব্যাপক নয় এবং যথেষ্টও নয়। পুরো রবিউল আওয়াল মাসব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ, জাতীয় সীরাত কনফারেন্সের আয়োজন এবং বাংলাদেশী লেখক ও বাংলা ভাষায় লিখিত সীরাত বিষয়ক গ্রন্থের জন্য ‘রাষ্ট্রীয় সীরাত অ্যাওয়ার্ড’ প্রদানের জন্য রাষ্ট্রের হাই কমান্ডের নিকট আবেদন জানাই। নবীপ্রেমিক বেসরকারি উদ্যোক্তাগণকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ যত বেশি আলোচিত হবে তত বেশি নবীন ও প্রবীন প্রজন্মের মাঝে নৈতিকতা ও মানবতা বিকশিত হবে এবং সন্ত্রাসের অবসান ঘটবে।
ড. আ ফ ম খালিদ হোসেন
PDF ফাইল ডাউনলোড করতে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন…
[button link=”http://at.jamiahislamiahpatiya.com/wp-content/uploads/2019/11/November19.pdf”]DOWNLOAD[/button]