জামেয়া ওয়েবসাইট

রবিবার-৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি-৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আল জামিয়ার দিন-রাত

আল-জামিয়ার-দিন-রাত

জামিয়ার ভর্তি বিজ্ঞপ্তি

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দীনি বিদ্যানিকেতন আলজামিয়া আলইসলামিয়া পটিয়ার আগামী ১৪৩৯-৪০ হি. (২০১৮-১৯ ইং) শিক্ষাবর্ষের সকল বিভাগের ভর্তি-কার্যক্রম আগামী ৮ শাওয়াল (২৩ জুন) শনিবার থেকে আরম্ভ হবে। জামিয়ার শিক্ষাবিভগীয় প্রধান আল্লামা শামসুদ্দীন জিয়া (দা. বা.) জামিয়ায় ভর্তিচ্ছু সকল তালেবে ইলমকে উক্ত তারিখে যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন।

 

নতুন আঙ্গিকে জামিয়ার ইফতা বিভাগ

বাংলাদেশের ইফতা বিভাগের পথিকৃৎ জামিয়ার ইফতা বিভাগ বিগত জামানায় আপন মহিমায় ইলমে দীনের জগতে প্রথম সারিতে নিজের স্থান করে নিয়েছে। আর সেই অবস্থান ধরে রাখতে জামিয়ার ইফতা বিভাগকে পুনরায় ঢেলে সাজানো হয়েছে। ভর্তিচ্ছু ইলম পিপাসুদের নিচের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো যাচ্ছে। ভর্তি পরীক্ষার তারিখ ও স্থানÑ

১.         ফরম সংগ্রহ: ৮ থেকে ১১ শাওয়াল ১৪৩৯ হি.

২.         সাক্ষাৎকার: ১০ থেকে ১১ শাওয়াল ১৪৩৯ হি.

৩.        লিখিত পরীক্ষা: ১২শাওয়াল ১৪৩৯ হি.সকাল ৯ টা

৪.         মৌখিক পরীক্ষা: ১৩ শাওয়াল ১৪৩৯ হি. সকাল ৮ টা

৫.         ফলাফল ঘোষণা: ১৪ শাওয়াল ১৪৩৯ হি.

৬.        ফরম সংগ্রহসহ সকল পরীক্ষা ইফতা বিভাগের অধ্যয়ন কক্ষে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিষয়

১.         সাক্ষাৎকার: নাহব, সরফ, আরবি; বংলা ও উর্দু ভাষা এবং বাহ্যিক জ্ঞানের দক্ষতা যাচাই। আকিদা-বিশ্বাস, আখলাক-চরিত্র ও পোশাক-পরিচ্ছদ ও চুল-দাড়ি যাচাই।

২.         বুখারী শরিফ, হিদায়া (তৃতীয় খণ্ড) ও নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ) তিনটি থেকে তিনটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির সঙ্গে সংশ্লিষ্ট একটি করে সংক্ষিপ্ত প্রবন্ধ থাকবে। এগুলোর উত্তর যথাক্রমে আরবি, উর্দু ও বাংলায় লিখতে হবে।

৩.        মৌখিক পরীক্ষা: যে কোনো আরবি ফতওয়ার কিতাব থেকে শুদ্ধভাবে ইবারত পড়ে মাসআলা স্পষ্ট করে দিতে হবে।

শর্তাবলি

১.         দাওরায়ে হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

২.         প্রচলিত রাজনীতি থেকে মুক্ত থাকতে হবে।

৩.        ২৪ ঘণ্টা মাদরাসায় থাকতে হবে।

৪.         কোনো ধরণের পরীক্ষা বা কোর্সে ভর্তি হওয়া যাবে না।

৫.         আসনসংখ্যা সীমিত তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে হবে ইত্যাদি।

 

ইতেকাফ থাকতে আগ্রহী ভাইয়ের প্রতি

পবিত্র রমজানের শেষ দশ দিন জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফ থাকতে আগ্রহী দীনদার ভাইদের জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এবারো ইতেকাফ থাকতে আগ্রহীদের জন্য জামিয়ার জামে মসজিদে বিশেষভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

 

জামিয়ার ২০১৯ সালের এর আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরবর্তী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত তারিখে কোনো দীনী মাহফিল, সভা, সম্মেলনের দিন ধার্য না করার জন্য সকল প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের প্রতি জামিয়া প্রধান, শায়খুল হাদীস আল্লামা মুফতী আবদুল হালীম বোখারী (দা. বা.) অনুরোধ জ্ঞাপন করেন।

তথ্যসূত্র: ছানা উল্লাহ রিয়াদ

জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ