কলমসেনা
রবের দেওয়া বাংলা ভাষায়
জোরটা আজও বামনেতাদের,
রুচির কিংবা দীনের কথা
যায় না বলা সামনে তাদের।
নোংরামিতে পূর্ণ কথায়
থাকে তাদের স্বর জড়িত
বেহায়াদের কলমে আজ
সকল ভাষা জর্জরিত।
করতে ভাষা মার্জিত আজ
দীনের কর্মী তোলাবারাও,
দাওয়াত-মাঠে যোগ দিয়ে আজ
কলম-কামান-গোলা বাড়াও।
একতা
বাতিলের হীন স্বরে
হক ঢেকে যায় ঘোরে,
আঁধারিয়া মন কাঁদে বেদনায়,
লুফে নিতে শান্তিকে
সবে মিলে ভ্রান্তিকে
পদাঘাতে করে দেবো ছেদন আয়!
তাই সবে মসি হাতে
লিখি দিবা কিবা রাতে,
প্রেমময় প্রতিবাদী হককথা ,
এক করে একশ’রে
দাবি তুলি একস্বরে,
ব্যয় করি ইসলামী দক্ষতা।
আমরাই এক হলে
নিয়তটা নেক হলে
ইসলাম পেয়ে যাবে তার জিতও,
ফিরে পেতে মুখে হাসি
সুখ পেতে রাশি-রাশি
‘এক হও’ এ আমার আর্জি তো!