বুধবার-২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি-১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রল ও ঠাট্টার মাত্রাজ্ঞান!

ড. তুহিন মালিক

ফেসবুকে কিছু নাম এখন ট্রল ও হাসিঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে! যেমন-
উত্তরবঙ্গের মানুষদেরকে ‘মফিজ’ বলে সম্বোধন করা হলেও এখন মিডিয়াপাড়াতেও এই নামকে ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হচ্ছে! অথচ , আরবীতে ‘মফিজ’ শব্দের অর্থ হচ্ছে সফলকাম হওয়া। অর্থাৎ পরকালের সফলতা বুঝাতেই ‘মফিজ’ শব্দটি ব্যবহৃত হয়।
যে কাউকে বোকা বা গাধা বোঝাতে অহরহ ‘আবুল’ নামটি ব্যবহার করা হচ্ছে! অথচ রাসূলুল্লাহ ﷺ এর উপনাম হচ্ছে আবুল কাসেম। যার অর্থ হল ‘কাসেমের পিতা’। আশ্চর্য, এই মহাসম্মানিত নামকে নিয়েও আমরা ব্যঙ্গ-বিদ্রূপ করতে ছাড়ছি না!
‘মোখলেস’ নামটি ‘ইখলাস’ শব্দ থেকে এসেছে। যার অর্থ, আল্লাহর নিকট একনিষ্ঠভাবে ইবাদত করা। অথচ এই নামকেই আমরা সবচেয়ে বেশি ঠাট্টার উপকরন বানিয়ে ফেলেছি!
‘কুদ্দুস’ আল্লাহর একটি গুণবাচক নাম। যার অর্থ ‘মহাপবিত্র’। একটু ভাবি—আমরা না বুঝে আল্লাহর এই নামটিকে নিয়ে এতদিন কতই না মজা করেছি!
কথায় কথায় ‘কস কি মোমিন’ বলে ঠাট্টা-বিদ্রূপ করছি! অথচ একজন খাঁটি ঈমানদার ব্যক্তিকেই মুমিন বলা হয়।
আল্লাহ রাব্বুল আলামীন বলেন—
“মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম।” (সূরা আল হুজুরাত, আয়াত- ১১)
হে পরম করুণাময় আল্লাহ! আমরা না বুঝে এতদিন যে সমস্ত গুনাহ করেছি তুমি আপন রহমতে আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ! আমাদেরকে জালেমের অন্তর্ভুক্ত করো না এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা কর।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ