১। বায়ু প্রবাহিত হলে পড়ার দুআ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا
হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণ চাই। আর আমি আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই। -আবূ দাউদ ৪/৩২৬, নং ৫০৯৯; ইবন মাজাহ্, ৩৭২৭।
২। বায়ু প্রবাহিত হলে পড়ার দুআ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করি এর কল্যাণ, এর মধ্যকার কল্যাণ এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার কল্যাণ। আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে। -মুসলিম, আর শব্দ তাঁরই, নং ৮৯৯; বুখারী, নং ৩২০৬ ও ৪৮২৯।
৩। মেঘের গর্জন শুনলে পড়ার দুআ
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلاَئِكَةُ مِنْ خِيفَتِهِ
পবিত্র-মহান সেই সত্তা, রা‘দ ফেরেশ্তা (আরেক অর্থ ‘বজ্রনাদ’) যাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে প্রশংসার সাথে, আর ফেরেশ্তাগণও তা-ই করে যাঁর ভয়ে। -মুওয়াত্তা ইমাম মালেক ২/৯৯২।
৪। বৃষ্টি চাওয়ার দুআ
আবদুল্লাহ ইবনু যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা মেঘের গর্জন শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং এই দুআ পড়তেন.
اللَّهُمَّ اسْقِنَا غَيْثاً مُغِيثاً مَرِيئاً مَرِيعاً، نَافِعاً غَيْرَ ضَارٍّ، عَاجِلاً غَيْرَ آجِلٍ
হে আল্লাহ! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করুন যা সাহায্যকারী, সুপেয়, উর্বরকারী; কল্যাণকর, ক্ষতিকর নয়; শীঘ্রই, বিলম্বে নয়। -আবূ দাউদ, ১/৩০৩, নং ১১৭১।
৫। বৃষ্টি চাওয়ার দুআ
তিনবার বলবে,
اللَّهُمَّ أَغِثْنَا
হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন। -বুখারী ১/২২৪, নং ১০১৪; মুসলিম ২/৬১৩, নং ৮৯৭।
৬। বৃষ্টি চাওয়ার দুআ
اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ، وَبَهَائِمَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَأَحْيِي بَلَدَكَ الْمَيِّتَ
হে আল্লাহ! আপনি আপনার বান্দাগণকে ও জীব- জন্তুগুলোকে পানি পান করান, আর আপনার রহমত বিস্তৃত করুন এবং আপনার মৃত শহরকে সজীব করুন। -আবূ দাউদ ১/৩০৫, নং ১১৭৮।
৭। বৃষ্টি দেখলে দুআ
اللَّهُمَّ صَيِّباً نَافِعاً
হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন। -বুখারী, (ফাতহুল বারীসহ), নং ১০৩২।
৮। বৃষ্টি বর্ষণের পর যিকর
مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ
আল্লাহ্র অনুগ্রহ ও দয়ায় আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে। -বুখারী ১/২০৫, নং ৮৪৬; মুসলিম ১/৮৩, নং ৭১।
৯। অতিবৃষ্টি বন্ধের জন্য দুআ
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ
হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় (বর্ষণ করুন), আমাদের ওপর নয়। হে আল্লাহ! উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে (বর্ষণ করুন)। -বুখারী ১/২২৪, নং ৯৩৩; মুসলিম ২/৬১৪, নং ৮৯৭।
– হিসনুল মুসলিম অবলম্বনে