বুধবার-২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি-১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বুযুর্গদের কিতাবাদি পড়া প্রয়োজন

আমার এক ওস্তাদ বলতেন, তুমি যখন অনৈসলামিক বা ইসলামবিদ্বেষী কোনো লেখকের বই পড়বে, তখন পড়ার পরে কোনো বুযুর্গ আলেমের বই পড়বা, তাহলে তখনকার তা’সীর নষ্ট হয়ে যাবে৷ কারণ অনৈসলামিক বা ইসলামবিদ্বেষী কোনো লেখকের বই কিছু সময় পড়া, মানে তার সোহবতে কিছু সময় থাকা৷ তাই জরুরত ছাড়া ওদের বই পড়ার কোনো দরকার নেই৷ এ জন্যে যারা লেখালেখি করে, তাদের দিনের কিছু সময় আল্লাহ তাআলার যিকির করা উচিত৷ যেমন—বাইরে সারা দিন কাটালে ধুলো লাগে শরীরে, তা থেকে পরিষ্কার হতে হয় হাত মুখ ধুয়ে বা গোসল করে। তেমনি অনৈসলামিক লেখকদের চিন্তা চেতনার বদ আছর থেকে বেঁচে থাকতে হলে দিনে কিছু সময় যিকির করা ও আহলুল্লাহদের সোহবতে মাঝে মধ্যে যাওয়া দরকার৷ আর বুযুর্গদের কিতাবাদিও আমাদের পড়া প্রয়োজন, কারণ এতে আমাদের চিন্তা-চেতনা সঠিক লাইনে থাকে৷

মুহাম্মাদ আবদুর রহিম
সুত্রাপুর, ঢাকা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ