জামেয়া ওয়েবসাইট

মঙ্গলবার-১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি-১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ড. আ ফ ম খালিদ হোসেন বিরচিত নির্বাচিত প্রবন্ধ-১

ড. আ ফ ম খালিদ হোসেন বিরচিত নির্বাচিত প্রবন্ধ-১

ড. খালিদ হোসেন বিরচিত

নির্বাচিত প্রবন্ধ-১

গ্রন্থের নাম : নির্বাচিত প্রবন্ধ-১

গ্রন্থকার       : ড. খালিদ হোসেন

প্রকাশক      : তমদ্দুন প্রকাশনী, চট্টগ্রাম

০১৮৩২০৬৬৮২৮, ০১৮১৮৪৯৫৪৭৬

প্রথম প্রকাশ   : অক্টোবর ২০১৮

পৃষ্ঠা সংখ্যা : ৩০৫

বিনিময়      : ৩৩০

ড. আ ফ ম খালিদ হোসেনের বক্ষ্যমাণ গ্রন্থটি বিদ্যমান স্থানীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিতে একটি উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ সংযোজন। বিশিষ্ট দায়ী, শিক্ষাবিদ, সম্পাদক, লেখক ও গবেষক ড. আফম খালিদ হোসেন বহু বছর ধরে লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে ইসলামের নানা দিক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রণোদনার সৃষ্টি করে চলেছেন। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রসঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি তাঁর রচনায় প্রাঞ্জলভাবে ফুটে ওঠে। সমকালীন বাংলাদেশে ইসলামী চিন্তাবিদগণের মধ্যেও তিনি অগ্রগণ্য। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মিডিয়ায় প্রকাশিত রচনাসমূহকে একটি গ্রন্থভূত করে তিনি বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের ভান্ডারকেই সমৃদ্ধ করেছেন। ইসলাম সম্পর্কে প্রকৃত তথ্য, বিশ্বস্ত ধারণা ও বস্তুনিষ্ঠ পর্যালোচনার দ্বারা তাঁর এই গ্রন্থ ব্যাপক সংখ্যক পাঠককে শুধু উপকৃতই করবে না, তাদের চেতনার জগতকেও প্রসারিত করবে। তাঁর গ্রন্থ ইসলামী শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট আলেম সমাজের কাছে যেমন বহুমাত্রিক চিন্তার দিগন্ত উন্মুক্ত করবে, তেমনিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলমানদের সামনে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উপস্থাপিত করবে। কেননা, তাঁর গ্রন্থের প্রধান কৃতিত্ব হলো ইসলামের তাত্ত্বিক ও ব্যবহারিক বহু বিষয়ের আলোচনা এবং সমকালীন প্রেক্ষাপটে ইসলামের তাৎপর্য বিশ্লেষণ। তাঁর প্রবন্ধসমূহে বাংলাদেশের মানুষের ব্যবহারিক জীবনে ও চিন্তার ক্ষেত্রে ইসলামের নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে যেসব সুচিন্তিত ও গবেষণালব্ধ মতামত রয়েছে, যার মূল্যও অপরিসীম। ইসলামপ্রিয় মানুষের সামনে ইসলামী জীবনাদর্শের সীমাহীন সম্ভাবনার দ্বারও উন্মোচিত করেছেন তিনি। একটি সত্যনিষ্ঠ, সাহসী, তথ্যনির্ভর ইসলামী সাহিত্য ক্ষেত্র সকলের সামনে উন্মোচন করেছে তাঁর প্রবন্ধসমূহ। বাংলাদেশ, ইসলাম ও সমাজ-রাজনীতি-সংস্কৃতি নিয়ে এখানে যেসব গবেষণা সম্পন্ন হয়েছে, তার মধ্যে এই গ্রন্থ উল্লেখযোগ্য আসন লাভ করবে বলেই মনে করি। বিশেষত তিনি যে সাহসী ও জ্ঞানগর্ভ বক্তব্যের অবতারণা করেছেন, তা বিশেষভাবে প্রণিধানযোগ্য। ড. আফম খালিদ হোসেন তাঁর রচনাসমূহের মাধ্যমে ইসলামের নানা দিকের প্রতি গুরুত্ব দিয়ে একটি সময়োপযোগী কাজই করেছেন। তাঁর বক্তব্য ও দিক-নিদের্শনার মাধ্যমে ইসলামচর্চার ধারাই বেগবান হবে।

বিভিন্নমুখী ষড়যন্ত্রের পর ইসলামের কল্যাণধর্মী প্রকৃত রূপ-চরিত্র দিনে দিনে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভাবে প্রকাশিত হচ্ছে। ইসলামের নানা মানবতাবাদী, কল্যাণমুখী দিকের প্রতি মানুষের আগ্রহ বাড়ছেই। প্রতিদিন বিশ্বের বিপুল সংখ্যক নর-নারী ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এটা খুবই উল্লেখযোগ্য যে, দেশে-বিদেশে হাজার-হাজার পণ্ডিত-গবেষক ইসলামের মহান সৌন্দর্যের নানা দিক নিয়ে প্রতিনিয়ত লেখালেখি করে যাচ্ছেন এবং তথ্য সন্ত্রাস ও আগ্রাসনের বিপরীতে সত্যনিষ্ঠ মতামত ব্যক্ত করছেন। সংখ্যায় কম হলেও বাংলা ভাষায় ইসলাম বিষয়ক প্রকাশনা অব্যাহত রয়েছে। অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন হলেন তেমনই একজন ঋদ্ধ ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব।

অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের প্রবন্ধসমূহের প্রধান শক্তিই হলো শত-বিরূপতার মধ্যেও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রকে চিহ্ণিত ও উন্মোচিত করা; প্রাঞ্জল্য ও তথ্যপূর্ণ ভাষায় ইসলামের মাধুর্য্য উপস্থাপন করা এবং বিপন্ন বিশ্বের উদ্ধারকল্পে মানবতার সামনে ইসলামের অপরিহার্য-প্রয়োজনীয়তাকে যুক্তিপূর্ণ ভাষা ও শৈলীতে তুলে ধরা। একজন বহুমুখী প্রতিভাবান ইসলামী চিন্তাবিদ ও স্কলার হিসাবে বিদ্যমান সঙ্কুল পরিস্থিতিতে ইসলামের অন্তর্নিহিত মর্মকথাকে তিনি অত্যন্ত সৃজনশীলভাবে, সুললিত ভাষায় ও যুক্তিপূর্ণ বক্তব্যের মাধ্যমে সার্বজনীনভাবে উপস্থাপন করেছেন তাঁর এই গ্রন্থভুক্ত বিভিন্ন প্রবন্ধে। এর ফলে ইসলাম বিরোধী অপশক্তির সঙ্গে কুতর্কে লিপ্ত হওয়ার বদলে ইসলামের প্রকৃত মর্মকথা তুলে ধরে তিনি প্রকারান্তরে মিথ্যা আরোপকারীদের বানোয়াট চিত্রকে নস্যাৎ করে দিয়েছেন। তাঁর লেখাগুলো পড়ে কারোই বুঝতে অসুবিধা হবে না যে, ইসলাম কখনোই মৌলবাদী বা জঙ্গিবাদী বিষয় নয়, ইসলাম হলো ইতিবাচক শক্তি, মানবতার কল্যাণকামী শ্বাশত জীবন ব্যবস্থা বা ‘কমপ্লিট কোড অব লাইফ’।

ড. আ ফ ম খালিদ হোসেনের রচনাসমূহ এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দলিল, যা সবাইকে ভাবনার খোরাক যোগাবে, অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশে ইসলাম সংক্রান্ত কার্যক্রমের পথচলাকে আরো বাস্তবানুগ ও সফল করতে সহায়তা করবে। প্রকৃত অর্থে, ইসলাম, মানব-উত্থানমুখী ইতিহাসের জাগরিত প্রত্যাশাকে সত্যে প্রতিপন্ন করে আজ এবং আগামীর স্বাধীনতা ও মুক্তির বরাভয় নিয়ে একটি আলোকিত, জ্ঞানদীপ্ত পদক্ষেপে মানুষের অন্তরে এবং মানব সমাজে আসবেই; প্রকৃতি, পৃথিবী ও মানুষের সর্বাঙ্গীণ কল্যাণের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রূপে আসতেই হবে: এই স্বর্ণালী প্রত্যয় যারা পোষণ করেন, তাদের কাছে ড. আ ফ ম খালিদ হোসেনের মেধাবী রচনার বহুল পঠন-পাঠন-প্রচার-প্রসার সঙ্গত কারণেই প্রত্যাশা করা যায়।

ড. মাহফুজ পারভেজ

প্রফেসর

রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ