আল্লামা মুফতি হাফেয আহমদুল্লাহ (দা. বা.)-বিরচিত
আন-নাফহাতুল আহমাদিয়া
গ্রন্থের নাম: আন-নাফহাতুল আহমাদিয়া
লেখক : মুফতি হাফেয আহমদুল্লাহ (দা. বা.)
অনুবাদক : মুহাম্মদ হাবীবুল্লাহ
প্রকাশক : মুহাম্মদ জাহিদুল ইসলাম জিহান, আহমদ প্রকাশন, পটিয়া, চট্টগ্রাম-৪৩৭০
প্রকাশকাল: ২০১৭ (৩য় সংস্করণ)
প্রচ্ছদ : আরিফুর রহমান
বিনিময় : ২৪০ টাকা মাত্র।
বিশিষ্ট আলিমে দীন, পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার প্রধান মুফতি, প্রাজ্ঞ মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেয আহমদুল্লাহ (দা. বা.) কর্তৃক লিখিত ‘আন নাফহাতুল আহমাদীয়া ফিল খুতাবিল মিমবারিয়া’ বিষয়ভিত্তিক ঈদ ও জুমার খুতবার এক অনবদ্য সংকলন। বিভিন্ন বিষয়ে ৪০টি গুরুত্বপূর্ণ খুতবা সন্নিবেশিত হয়েছে। এর মধ্যে কুরআনের মহত্ত্ব, সৎ কাজের আদেশ, মৃত্যু ও পরবর্তী অবস্থা, তাওবা, ইখলাস, তাওবা, সবর ও শোকর, নামায, যাকাত, রোযা, হজ, সাদকা, শবে বরাত, শবে কদর, আশুরা, মেরাজ, সফর মাস, মহানবী (সা.)-এর অনুপম চরিত্র, মহানবী (সা.)-এর প্রতি ভালবাসা, দরুদ পাঠের ফযিলত, মানবাধিকার, বিয়ের গুরুত্ব, মাযহাব অনুসরণ, কুসংস্কার ও বিদআত, এম. এল. এম. ব্যবসা, ভোট ও রায় প্রদান ও পিতা-মাতার সাথে সদ্ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সংকলনে ধর্মীয় বিষয়াবলির পাশাপাশি এমন দু’টি অধ্যায় সংযোজিত হয়েছে যা যেমন সমসাময়িক তেমনি জীবন্ত সামাজিক সমস্যা (ঝড়পরধষ নঁৎহরহম রংংঁব)। পবিত্র কুরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে এম.এল.এম ব্যবসার অসারতা, মানবাধিকার ও ভোট প্রদানের তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে।
আমাদের দেশে জুমার খুতবায় সাধারণত বাঁধাধরা ও বৈচিত্র্য-বর্জিত বিষয় নিয়ে আলোচনা হয়; আর্থ-সামাজিক বিষয়গুলো অনেক সময় উপেক্ষিত থাকে। সে দিক বিবেচনা করলে ‘আন-নাফহাতুল আহমাদিয়া ফিল খুতাবিল মিমবারিয়া’ সঙ্কলনটি ব্যতিক্রম। কিছু মানুষের মধ্যে প্রচলিত ভোট নিয়ে রয়েছে ভ্রান্ত ধারণা। কারো কাছে ভোট প্রদানের পদ্ধতিটি পাশ্চাত্য উদ্ভাবিত হওয়ায় বর্জনীয় এবং ইসলামী চেতনার সাথে সাংঘর্ষিক। ফলে অনেকে ভোট প্রদানে বিরত থাকেন। বিজ্ঞ গ্রন্থকারের মতামতটি এ ক্ষেত্রে সুচিন্তিত ও যৌক্তিক। আল্লামা মুফতি হাফেয আহমদুল্লাহ (দা. বা.) এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের দেশে বর্তমান প্রচলিত নির্বাচনের ভোট রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার, পবিত্র আমানত ও কলমে-কলবে ইসলামী সাক্ষী। এ কাজে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বড় মর্যাদা। তাই আমাদের সবাইকে এ অধিকার প্রয়োগ করে হকদারের কাছে এ আমানত পৌঁছে দেওয়া কর্তব্য। অযোগ্যের কাছে তা দেওয়া থেকে বিরত থাকতে হবে (আন-নাফহাতুল আহমাদিয়া, পৃ. ১৩৮)। এমএলএম ব্যবসা সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন বৈদেশিক কেম্পানিগুলো আমাদের দেশে অনেক অবৈধ ব্যবসাপদ্ধতি চালু করে। তা সত্য সুন্দর ধর্ম ইসলাম সমর্থন করে না। কারণ তাতে রয়েছে এক বিনিয়োগের উপর আরেক বিনিয়োগ সংযুক্ত করা, প্রতারণা, জুয়া ও সুদের সন্দেহ। আর এ সব হাদীসে নিষেধ করা হয়েছে। তাই হে মুসলিম সমাজ! বিষাক্ত সাপ থেকে যেভাবে বেঁচে থাকতে হয়, তা থেকেও বেঁচে থাকতে হবে (আন-নাফহাতুল আহমাদিয়া, পৃ. ১৪২)।
মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহর অনুবাদ মাশা আল্লাহ সাবলীল, ঝরঝরে ও স্বচ্ছন্দ। মূল বিষয়ের ভাব-ব্যঞ্জনা ও আবেদন অনুবাদে পুরোপুরি রক্ষিত হয়েছে। আরবী ও বাংলা ভাষায় বিজ্ঞ অনুবাদকের পারঙ্গমতা প্রতিটি ছত্রে ছত্রে প্রতিভাত। পুরো সঙ্কলনটি সূখপাঠ্য। আমার বিবেচনায় খুতবার মূল বিষয়গুলো সংক্ষেপিত হয়েছে। দ্বিগুণ করা গেলে শোতৃমন্ডলী উপকৃত হতেন। প্রচ্ছদ মনোরম, কাগজ উন্নত, ছাপা তকতকে, বাঁধাই যুৎসই। এতে প্রকাশক মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম জিহানের পরিচ্ছন্ন রূচিবোধের সম্যক পরিচয় মেলে।
আমি সঙ্কলনটির ব্যাপক পাঠকপ্রিয়তা কামনা করি। যে কোন মুসলমানের সংগ্রহে রাখার মত একটি মূল্যবান গ্রন্থ। এতে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের পথনির্দেশনা। দুআ করি আল্লাহ তায়ালা বিজ্ঞ গ্রন্থকার, অনুবাদক ও প্রকাশককে জাযায়ে খায়ের দান করুন। আমিন।
ড. আ ফ ম খালিদ হোসেন